প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে থুতু মারার অপরাধে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া মনচেনগ্ল্যাডবাখের ফরাসি স্ট্রাইকার মার্কাস থুরাম। নিষেধাজ্ঞার পাশাপাশি থুরামকে ৪০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। জার্মান ফুটবল এসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে।
সপ্তাহের শেষে হফেনহেইমের বিপক্ষে বুন্দেস লিগার ম্যাচে ২-১ গোলে পরাজিত হয় গ্লাডবাখ। ঘরের মাঠ বরুশিয়া পার্কের ম্যাচটিতে ৭৮ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার স্টিফান পোশের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে থুরাম তার মুখে থুতু মারেন। যা পরবর্তীতে ভিডিও রিভিউতে ধরা পড়েছে।
ওই ঘটনায় থুরাম লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ার পর গ্ল্যাডবাখ ১০ জনের দলে পরিণত হয়। এ সুযোগে হফেনহেইম আরও এক গোল করে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
ওই ঘটনায় ক্লাবের পক্ষ থেকেও থুরামের এক মাসের বেতন কেটে নেওয়া হয়েছে, যা একটি চ্যারিটি প্রতিষ্ঠানে দান করা হবে। স্থানীয় গণমাধ্যম বিল্ড ডেইলির সূত্র মতে, ক্লাবের পক্ষ থেকে থুরামের ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে, যা একটি রেকর্ড।
গ্লাডবাখের স্পোর্টিং ডাইরেক্টর ম্যাক্স এবার্ল এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কোস তার শাস্তি মেনে নিয়েছেন এবং জরিমানার অর্থ চ্যারিটিতের দেওয়ার বিষয়টি বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। একই সাথে পুরো বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন মার্কাস থুরাম।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]