নেইমারদের ঠেকিয়ে শীর্ষস্থানে লিলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪১ এএম, ২২ ডিসেম্বর ২০২০
নেইমারদের ঠেকিয়ে শীর্ষস্থানে লিলি

নেইমার-এমবাপের দল প্যারিস সেইন্ট-জার্মেইকে রুখে দিয়ে অলিম্পিক লিঁওর সাথে যৌথভাবে লিগ ওয়ানের শীর্ষ স্থানে ওঠে গেছে লিলি। রোববার ঘরের মাঠে তারা বর্তমান চ্যাম্পিয়নদের সাথে গোলশুন্য ড্র করেছে।

এ ড্রয়ে গোল ব্যবধানে লিঁওকে পিছনে ফেলে টেবিলের শীর্ষস্থানটি দখল করেছেন লিলি। ম্যাচে উভয় দল খুব কমই নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে এবং একে অপরকে বিপদে ফেলার মতো তেমন কোন সুযোগই সৃষ্টি করতে পারেনি।

১৬ ম্যাচ পর লিলি ও লিঁওর থেকে এক পয়েন্ট পিছিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে পিএসজি। নেইমার ও মাউরো ইকার্দিকে ছাড়া পিএসজির আক্রমণভাগের দুর্বলতা মারাত্মকভাবে ফুটে উঠেছিল। থাইয়ের ইনজুরিতে থাকায় কিলিয়ান এমবাপেও বদলী বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন।

গোলশূন্য প্রথমার্ধে পিএসজিই নিজেদের আধিপত্য দেখিয়েছে। যদিও ৪২ মিনিটের আগ পর্যন্ত তেমন কোন শক্তিশালী আক্রমণের সুযোগ তারা সৃষ্টি করতে পারেনি। ৪২ মিনিটে মোয়েস কিনের হেড লিলি গোলরক্ষক মাইক মেইগনানা সহজেই তালুবন্দী করেন। এবারের মৌসুমে লিলি বড় ম্যাচগুলোতে এখনও পর্যন্ত নিজেদের তেমনভাবে মেলে ধরতে না পারলেও সব মিলিয়ে নিজেদের প্রতি ম্যাচে পরিনত করে তুলেছে।

দ্বিতীয়ার্ধেও পিএসজির আধিপত্য বজায় ছিল। তবে আক্রমণে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। বিরতির পর অবশ্য লিলি কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠে। তবে তারাও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। তবে পিএসজিকে সফল হতে দেয়নি তারা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

৬.২ সেকেন্ডে গোল, ফুটবলে নতুন রেকর্ড

৬.২ সেকেন্ডে গোল, ফুটবলে নতুন রেকর্ড

পেলের রেকর্ডে মেসির স্পর্শ

পেলের রেকর্ডে মেসির স্পর্শ

নাটকীয়তার ম্যাচে পয়েন্ট হারালো বার্সেলোনা

নাটকীয়তার ম্যাচে পয়েন্ট হারালো বার্সেলোনা