৬.২ সেকেন্ডে গোল, ফুটবলে নতুন রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৪ এএম, ২২ ডিসেম্বর ২০২০
৬.২ সেকেন্ডে গোল, ফুটবলে নতুন রেকর্ড

ম্যাচ শুরুর বাঁশি বাজানোর মাত্র ৬.২ সেকেন্ডে গোল করে ইতিহাস গড়লেন এসি মিলানের স্ট্রাইকার রাফায়েল লিয়াও। এটি সিরি’এর ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড তো বটেই, ফুটবল দুনিয়ায় এমন রেকর্ড আর নেই!

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে এসি মিলান। জুভেন্টাস, ইন্টার মিলানের মতো দলকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠে গেছে একসময়ের ইউরোপিয়ান জায়ান্টরা। এবার দলের স্ট্রাইকার রাফায়েল লিয়াও গড়লেন অন্যন্য রেকর্ড।

রোববার (২১ ‍ডিসেম্বর) সাসসুয়োলোকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান। তবে ম্যাচের শুরুতে লিয়াওর ওই আচমকা গোলটাই ছিল মূল চমক। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়রা তখনও পজিশনেই যাননি। ব্রাহিল দিয়াজ বল দিলেন চানহানলুর কাছে।

দিয়াজ অবশ্য সঙ্গে সঙ্গে বল ফেরত চাইছিলেনভ। তবে চানহানলু না থেমে প্রায় অর্ধেক পেরিয়ে যাওয়ার পর হঠাৎ বল বাড়িয়ে দেন লিয়াওর দিকে। বল ধরে এক দৌড়ে বক্সে ঢুকেই শট নিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। সাসসুয়োলো গোলরক্ষক আন্দ্রেয়া কনসিলি হতভম্ব হয়ে দেখলেন কীভাবে বল জালে চলে যাচ্ছে।

সিরি’এ লিগের ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুততম গোল। ১৯ বছর আগে ২০২১ সালে ফিওরেন্টিনার বিপক্ষে পিয়াচেঞ্জার হয়ে পাওলো পজ্ঞির ৮.১ সেকেন্ডে করা গোলটি এতোদিন সব চেয়ে কম সময়ের ছিল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই লিয়াওর চেয়ে দ্রুততম সময়ে আর কেউ গোল করতে পারেননি।

লা লিগায় ২০০৮ সালে এসপানিওলের বিপক্ষে ম্যাচের ৭.৮ সেকেন্ডে গোল করেছিলেন রিয়াল ভায়াদোলিদ তারকা হোসেবা ইয়োরেন্তে। বুন্দেসলিগায় দ্রুততম গোলের রেকর্ড ৯.২ সেকেন্ডের। ২০১৪ সালে বায়ার লেভারকুসেনের করিম বেলারাবিও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলটি করেছিলেন।

ফ্রেঞ্চ লিগের সবচেয়ে দ্রুতগতির গোলের মালিক কাঁর মিকেল রিও। কানের বিপক্ষে ১৯৯২ সালে ম্যাচের ৮ সেকেন্ডেই গোল করেছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ডটি ২০১৯ মৌসুমের। ওয়াটফোর্ডের বিপক্ষে মাত্র ৭.৬৯ সেকেন্ডে লক্ষ্যভেদ করেছিলেন সাউদাম্পটনের শেন লং।

এদিকে এ জয়ে ১৩ ম্যাচে ৯ জয়ে মোট ৩১ পয়েন্ট নিয়ে সিরি’এ লিগের শীর্ষে রয়েছে এসি মিলান। লিগে এখন পর্যন্ত কোন হারের রেকর্ড নেই তাদের। অন্যদিকে সমান ১৩ ম্যাচে সমান ৯ ম্যাচে জয় পেলেও এক হারের কারণে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে ইন্টার মিলান। আর ‍১৩ ম্যাচে ২৭ পয়েন্টে নিয়ে তিন নম্বরে রয়েছে জুভেন্টাস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৫ মিনিটেই মিলানের কাছে বিধ্বস্ত জুভেন্টাস

৫ মিনিটেই মিলানের কাছে বিধ্বস্ত জুভেন্টাস

রোনালদোর পেনাল্টি মিসে পয়েন্ট হারালো জুভেন্টাস

রোনালদোর পেনাল্টি মিসে পয়েন্ট হারালো জুভেন্টাস

অপ্রতিরোধ্য রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

অপ্রতিরোধ্য রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

১১৪ বছরের অপেক্ষার অবসান, অবশেষে সিরি-এ লিগে স্পেজিয়া

১১৪ বছরের অপেক্ষার অবসান, অবশেষে সিরি-এ লিগে স্পেজিয়া