ফুটবল কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন লিওনেল মেসি। ভালেন্সিয়ার বিপক্ষে গোল করে পেলের পাশে নাম বসিয়েছেন লিওনেল মেসি। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন যৌথভাবে পেলে ও মেসির।
স্বদেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই তার রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন তারকা মেসি।
শনিবার রাতে (বাংলাদেশ সময়) কাম্প ন্যুতে ভালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি পেয়েও হাতছাড়া হচ্ছিল। গোলকিপার ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছিলেন মেসির শট। তবে ফিরতি বলে জর্দি আলবার ক্রস থেকে আবার সুযোগ পেয়ে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি হেড করে ঠিকানা খুঁজে নেন।
এদিকে এ গোলের মাধ্যমে মেসি কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করলেও দল হারিয়েছে পয়েন্ট। নানা নাটকীয়তায় ভরপুর লা লিগার এ ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সা। এর ফলে লা লিগায় টানা দুই জয়ের পর আবারও পয়েন্ট হারায় স্পেনের দ্বিতীয় সফলতম দলটি।
নিজ মাঠে প্রথমে পিছিয়ে পড়ে মেসির গোলে ধাক্কা সামলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে সেখান থেকে উল্টো ঘুরে দাঁড়িয়ে পয়েন্টে ভাগ বসায় ভালেন্সিয়া। দলটির বিপক্ষে এ নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য থাকলো বার্সেলোনা। জানুয়ারিতে সর্বশেষ দেখায় ভালেন্সিয়ার মাঠে ২-০ গোলে হেরেছিল মেসিরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]