টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লিভারপুলের জুরগেন ক্লপ। সেরা কোচ হওয়ার এ লড়াইয়ে বায়ার্ন মিউনিখের হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের মার্সেলো বিয়েলসাকে পিছনে ফেলেছন তিনি।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবারের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের বরার্ট লেভানডোভোস্কি।
লিভারপুলকে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছিলেন ক্লপ। তবে যে সাফল্যের জন্য এ পুরস্কার সেটা ইংলিশ লিগে। চলতি বছর (২০১৯-২০) ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। যা ৩০ বছর পর। এবার দারুণ সাফল্যের পর ফিফা থেকে এলো সেই স্বীকৃতি। বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন ক্লপ।
পুরস্কার জিতে লিভারপুল কোচ বলেছেন, ‘আমি হতবাক। এখানে চুপচাপ বসেই ছিলাম। ভাবছিলাম, গত বছরই তো পুরস্কারটা পেয়েছি। এবারও পাব ভাবিনি। ওয়াও, সবাইকে অনেক ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘অনেকেই আমার ধন্যবাদ জানাতে হবে। বিশেষ করে আমার কোচিং স্টাফদের। আমি যদি জানতাম, এটা আমি জিততে যাচ্ছি, তাহলে আমার কোচরাও এখানে থাকতেন। গত মৌসুমে আমরা যা করেছি, সেটা দলের এ ছেলেগুলোর জন্যই সম্ভব হয়েছে। আমার কেমন লাগছে বলে বোঝানো যাবে না।’
এদিকে মেয়েদের ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন বাছাইপর্বে ১০ ম্যাচে শতভাগ জয়ে নেদারল্যান্ডসকে ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিয়ে যাওয়া সারিনা ভিগমান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]