ঘরের মাঠের খেলা হলেও শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। পরে ঘুরে দাঁড়ানোসহ লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে কাতালানরা।
বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ম্যাচে শুরু থেকেই সোসিয়েদাদের ওপর চড়াও ছিল বার্সেলোনা। তবে ম্যাচের ২৭তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে কাতালানরা। যদিও সমতায় ফিরতে বেশি সময় নেয়নি বার্সা।
চার মিনিট পর গোলের স্কোরলাইন ১-১ করে বার্সেলোনা। ম্যাচের ৩১তম মিনিটে জর্দি আলবার গোলে সমতায় ফিলে বার্সা। এরপর প্রথমার্ধেই আরও একটি গোল আদায় করে নে স্বাগতিকরা। যা পরে এটিই জয় সূচক গোলে পরিণত হয়।
বার্সার জয়সূচক গোলটি আসে ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডিইংয়ের কল্যাণে। ম্যাচের ৪৩তম মিনিটেই ২-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। যদিও গোলটি অফসাইডে বাতিল করা হয়েছিল। পরে ভিএআরের সাহায্যে গোল দেন রেফারি।
দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিল সোসিয়েদাদরা। তবে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন দুর্দান্তভাবে সেভ করেন। ফলে নির্ধারিত সময় আর কোন গোল না হওয়ায় ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ১২ ম্যাচে ৬ জয় এবং ২ ড্রয়ে তাদর সংগ্রহে রয়েছে ২০ পয়েন্ট। অন্যদিকে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। আর শীর্ষ স্থান দখল করেছে ১১ ম্যাচে সমান ২৬ পয়েন্ট অর্জন করা অ্যাটলেটিকো মাদ্রিদ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]