চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল ম্যানচেস্টার সিটি। এবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষ করলো তারা। বুধবার (৯ ডিসেম্বর) রাতে গ্রুপের শেষ ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে ম্যানসিটি।
এ ম্যাচ জয়ে ‘সি’ গ্রুপের ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে মোট ১৬ পয়েন্ট অর্জন করেছে ম্যানচেস্টার সিটি। একই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা পোর্তোর সংগ্রহে ৬ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট।
ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল ম্যানসিটি। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। বেশ কয়েকটি সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেননি। খেলার অষ্ট, মিনিটে মাহরেজের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া তার চার মিনিট পর এমেরিক লাপোর্তের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যাওয়ায় গোল বঞ্চিত হয় ম্যানসিটি।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পান তারা। ডান দিক দিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে মাহরেজ বল বাড়ালে গোলমুখ থেকে বাকি কাজটুকু সারেন তরেস। ম্যাচের ৪৮তম মিনিটে প্রথম গোলে এগিয়ে যায় ম্যানসিটি। তবে দ্বিতীয় গোলটি আসতেও বেশ সময় লেগেছে।
খেলার ৭৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ম্যানসিটি। নাথান আকেইয়ে হেড গোলরক্ষক ফিরিয়ে দিলেও গোলমুখে থাকা আগুয়েরো ভুল করেননি। ছোট টোকায় কাঙ্ক্ষিত কাজটি করেন।
২-০ গোল এগিয়ে যাওয়ায় চালকের আসনে আরও শক্ত হয়ে বসে ম্যানসিটি। শেষের দিকে ৯০তম মিনিটে আরও একটি গোল পেয়ে যায় তারা। ফলে নির্ধারিত সময় শেষে ৩-০ ব্যবধানের জয় নিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]