হারলেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা ছিল! তবে এমন সমীকরণ নিয়ে সর্বোচ্চ ইউরোপীয় মুকুটধারীরা মাঠে নেমে তুলে নিয়েছেন জয়। সব চাপ ঝেড়ে ফেলে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
অক্টবরে অতিরিক্ত সময়ে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছিল রিয়াল। তবে এবার ঘরের মাঠে সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে দেয়নি তারা। ফরাসি তারকা করিম বেনজেমার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করলো দলটি। আর এ ম্যাচে হেরেও রানার্সআপ হিসেবে নাম লিখিয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ।
বুধবার (৯ডিসেম্বর) রাতে ঘরের মাঠে শুরু থেকেই গোছানো ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ। যার ফলাফল ৯ মিনিটেই পেয়ে যায় লস ব্ল্যাঙ্কসরা। লুকাস ভাসকেসের ক্রসে লাফিয়ে উঠে হেড করে গোল আদায় করেন করিম বেনজেমা। ৩১ মিনিটে আরেকটি গোল, এবারও দৃশ্যপটে করিম বেনজেমা। ২-০ শূন্য গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল।
দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের সময় ব্যবধান বাড়ানোর সুযোগ আসে বেনজেমার, কিন্তু এ যাত্রায় হেডে তেমন জোড় না থাকায় সহজেই লুফে নেন গোলরক্ষক। ৬৩ মিনিটে আরেকটি সুযোগ পায় রিয়াল। তবে টনি ক্রসের বুলেট গতির শট দুর্দান্তভাবে আটকে দেন বরুশিয়া মনশেনগ্লাডবাখক গোলরক্ষক। এরপর খেলার শেষ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার সুযোগ পান করিম বেনজেমা কিন্তু তিনি তা কাজে লাগাতে পারেননি।
শেষ পর্যন্ত ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। আর সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রানারআপ হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বরুশিয়া মনশেনগ্লাডবাখক।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]