দীর্ঘ ২৯ বছর পর প্রথম কোন ইংলিশ খেলোয়াড়কে মাঠে নামিয়েছে বার্সেলোনা। বুধবার অনুষ্ঠিত ম্যাচে এস্পানিয়লকে হারিয়ে কাতালান সুপার কাপের শিরোপা ঘরে তোলে লা লিগার শীর্ষ পয়েন্টধারীরা।
ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন গত জানুয়ারিতে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানো ১৯ বছর বয়সি ইংলিশ ফুটবলার মার্কাস ম্যাকগুয়ানে। ক্যাম্প ডি’এস্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোল শূন্য ড্র হবার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় লাভ করে বার্সেলোনা।
ম্যাচের ৭৭তম মিনিটে এ্যালেক্স ভিদালের পরিবর্তিত হিসেবে মাঠে নামেন ম্যাকগুয়ানে। সর্বশেষ ১৯৮৯ সালে বার্সেলোনার হয়ে খেলেছিলেন ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার। এর পর আর কোন ইংলিশ ফুটবলারকে বার্সেলোনার হয়ে মাঠে খেলতে দেখা যায়নি।