জাতীয় ও ক্লাব পর্যায়ে দেশে ও দেশের বাইরে সব মিলিয়ে ২৫০ গোলের মাইলফলক ছুয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এমন অর্জনে সাবিনাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ)।
দেশের পুরুষ কিংবা নারী অন্য কোন বাংলাদেশি ফুটবলারের এমন কীর্তি নেই। নারী ফুটবল লিগেও তার নেতৃত্বে শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। লিগেও করেছেন ৩০ গোল।
বিএফএসএফ আয়োজিত ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপে’ সোমবার প্রথম খেলার মধ্য বিরতিতে সাবিনাকে এ সংবর্ধনা দেওয়া হয়। সাবিনার হাতে ক্রেস্ট এবং ফোরামের জার্সি তুলে দেন সভাপতি কাজী শহীদুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের।
অনুষ্ঠানে সবিনা জানান, তিনি এখানেই থেমে যেতে চান না। আন্তর্জাতিক আসরে দেশের হয়ে আরও গোল কতে চান।
উল্লেখ্য, বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপে ওয়ারিয়র স্পোটস একাডেমির হেড কোচের দ্বায়িত্ব পালন করছেন সাবিনা খাতুন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]