প্রিমিয়ার লিগে ম্যানসিটির প্রথম টানা দ্বিতীয় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১২ এএম, ০৭ ডিসেম্বর ২০২০
প্রিমিয়ার লিগে ম্যানসিটির প্রথম টানা দ্বিতীয় জয়

ছবি : ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। চলমান লিগে এটিই তাদের প্রথম টানা জয়। দশ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে টেবিলের ৫ নম্বরে থাকা ম্যাচসিটি চলমান লিগে আর টানা জয় পায়নি। ঘরের মাঠে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলা শিষ্যরা।

শনিবার (৫ ডিসেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমে শুরুতেই গোলের দেখা পায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল রাহিম স্টার্লিং। ডি ব্রুইনের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে দল এগিয়ে দেন তিনি।

এরপর ম্যাচের ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যানসিটি। সফল স্পট কিক থেকে বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। ডি-বক্সে স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

গার্দিওলার কোচিংয়ে প্রিমিয়ার লিগে ম্যাচসিটির এটি ৪০০তম গোল। ১৬২ ম্যাচে থেকে এ গোল এসেছে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি। গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজের কাজ হয়নি। ফলে নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ম্যানসিটি।

এ জয়ে ১০ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। আর ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে ফুলহ্যাম। টেবিলের শীর্ষে থাকা চেলসিয়া ১১ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ২২ পয়েন্ট।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

সেভিয়ার আত্মঘাতী গোলে রিয়ালের স্বস্তি

সেভিয়ার আত্মঘাতী গোলে রিয়ালের স্বস্তি

বার্সেলোনার বিপক্ষে ২৯ বছরের খরা কাটালো কাদিজ

বার্সেলোনার বিপক্ষে ২৯ বছরের খরা কাটালো কাদিজ

পুরোনো ফরম্যাটে ২০২১ ক্লাব বিশ্বকাপ জাপানে

পুরোনো ফরম্যাটে ২০২১ ক্লাব বিশ্বকাপ জাপানে

মাতৃকালীন ছুটি, যুগান্তকারী সিদ্ধান্ত নিল ফিফা

মাতৃকালীন ছুটি, যুগান্তকারী সিদ্ধান্ত নিল ফিফা