‘ক্ষমা চেয়েছেন’ গোলকিপার জিকো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪২ এএম, ০৬ ডিসেম্বর ২০২০
‘ক্ষমা চেয়েছেন’ গোলকিপার জিকো

ফাইল ফটো

শক্তিশালী কাতারের বিপক্ষে অভিজ্ঞ আশরাফুল ইসলাম রানাকে বিশ্রামে রেখে তরুণ আনিসুর রহমান জিকোকে দায়িত্ব দেওয়া হয়েছিল গোলরক্ষকের। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে স্বাগতিক কাতারের বিপক্ষে অসাধারণ নৈপূন্যও দেখিয়েছে তিনি। তবে দল বড় ব্যবধানে হেরে যাওয়ায় ভক্ত ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন দেশের হয়ে দ্বিতীয়বারের মতো মাঠে না বসুন্ধরা কিংসের গোলকিপার।

স্বাগতিক কাতারের বিপক্ষে এ ম্যাচে দিশেহারা হয়ে পড়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। আক্রমণ তো দূরের কথা, রক্ষণভাগই সামলাতে হিমশিত খেতে হয়েছে জামাল ভূইয়াদের। এর মাঝে গোলকিপার জিকো বাঁয়ে কিংবা ডানে ‌‘বাজ পাখি’র মতো ঝাঁপিয়ে একের পর এক রুখে দিয়েছেন কাতারিদের প্রচেষ্টা। জিকোর পারফর্ম্যান্সে কোচ জেমি ডেও তার প্রশংসা করেছেন।

তরুণ গোলকিপার আনিসুর রহমান জিকো অসাধারণ নৈপূর্ন্য দেখালেও দল হেরেছে ৫-০ গোলের ব্যবধানে। অপ্রত্যাশিত এমন হারে কক্সবাজার থেকে উঠে আসা তরুণ ফুটবলার জিকো দুঃখপ্রকাশ করেছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জিকো লিখেন, ‘জাতীয় দলের হয়ে এটা আমার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। এ ম্যাচ থেকে আমি বড় শিক্ষা অর্জন করেছি। তবে আমি এ ম্যাচে অপ্রত্যাশিত হারের জন্য আমার ভক্ত ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি।’
sportsmail24
কাতারের মতো দল এবং বিশ্বকাপ বাছাই পর্বের খেলা -এ দুটোই জিকোর নতুন অভিজ্ঞতা। এর আগে ঢাকায় নেপারের বিপক্ষে দেশের হয়ে মাত্র একটি ম্যাচে খেলেছেন তিনি।

নিজে দুঃখ প্রকাশ করলেও জিকো পারফর্ম্যান্সে খুশি বাংলাদেশের কোচ জেমি ডে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিকোর প্রশংসা করে কোচ বলেন, ‘আমি মনে করি জিকোকে খেলিয়ে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। সে চমৎকার কয়েকটা সেভ করেছে। এটা তার প্রথম (যদিও দ্বিতীয়) আন্তর্জাতিক ম্যাচ। সে অবিশ্বাস্য এবং বিশ্বমানের কিছু সেভ করেছে। তবে স্কোরলাইন ৪-০ হলে ভালো হতো।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রক্ষণাত্মক খেলেও কাতারে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

রক্ষণাত্মক খেলেও কাতারে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

কাতারের বিপক্ষে ছেলেরা দারুণ খেলেছে : জেমি ডে

কাতারের বিপক্ষে ছেলেরা দারুণ খেলেছে : জেমি ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ

নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ