কাতারের বিপক্ষে ছেলেরা দারুণ খেলেছে : জেমি ডে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০
কাতারের বিপক্ষে ছেলেরা দারুণ খেলেছে : জেমি ডে

কোভিড-১৯ থেকে সেরে উঠায় শেষ পর্যন্ত কাতারে দলের সঙ্গে দিতে পেরেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে দিক-নির্দেশনাও দিয়েছেন। তবে নিজেদের চেয়ে শক্তিশালী কাতারের বিপক্ষে ৫-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।

জেমি ডের অধিনে বাংলাদেশ ফুটবল দলের এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার। কাতারের বিপক্ষে প্রথম লেগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এশিয়া সেরা ফুটবল দলের কাছে বড় ব্যবধানে হারলেও জামালদের খেলার প্রশংসা করেছে তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জেমি ডে বলেন, ‘কাতার এশিয়ার সেরা দল। তারা চার মাস ধরে অনুশীলন করছে। আমরা অনুশীলন করেছি পাঁচ সপ্তাহ। আগের ম্যাচে তারা শক্তিশালী কোরিয়ার বিপক্ষে খেলে এসেছে। আমি মনে করি, কাতারের বিপক্ষে ছেলেরা দারুণ খেলেছে।’

কাতারে বিপক্ষে এ ম্যাচে তরুণ গোলকিপার জিকো’র উপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গেছে। বেশ কয়েকটি ভালো সেভ করলেও পাঁচবার পরাস্ত হয়েছেন বসুন্ধরা কিংসের এ গোলরক্ষক। যার মধ্যে একটি পেনাল্টি শুটও ছিল।
sportsmail24
জিকো’র প্রশংসা কোচ বলেন, ‘আমি মনে করি জিকোকে খেলিয়ে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। সে চমৎকার কয়েকটা সেভ করেছে। এটা তার প্রথম (যদিও দ্বিতীয়) আন্তর্জাতিক ম্যাচ। সে অবিশ্বাস্য এবং বিশ্বমানের কিছু সেভ করেছে। তবে স্কোরলাইন ৪-০ হলে ভালো হতো।’

পুরো ম্যাচে ৭৬ শতাংশ সময় কাতারের দখলে ছিল বল। বাকি ২৪ শতাংশ সময় বাংলাদেশের ফুটবলারদের কাছে থাকলেও আক্রমণে যাওয়ার মতো কোন সুযোগ তৈরি করতে পারেনি। তবে জামাল ভূইয়ারা শতভাগ দিয়ে খেলেছেন বলে মনে করেন কোচ জেমি ডে।

তিনি বলেন, ‘কাতারের মতো বলের নিয়ন্ত্রণ এবং টেকিনিক্যাল সামর্থ্য আর আমাদের এক নয়। তবে ছেলেরা শতভাগ দিয়েছে। এ অল্প সময়ের মধ্যে কাতারের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিতে কঠোর পরিশ্রম করেছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রক্ষণাত্মক খেলেও কাতারে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

রক্ষণাত্মক খেলেও কাতারে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ

নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছেন জামাল ভূঁইয়া

ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছেন জামাল ভূঁইয়া