মধুর প্রতিশোধে ঠিকে রইলো পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ এএম, ০৪ ডিসেম্বর ২০২০
মধুর প্রতিশোধে ঠিকে রইলো পিএসজি

ছবি : পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপের প্রত্যেক দল পাঁচটি করে ম্যাচ খেললেও এখনো কেউ শেষ ষোলো নিশ্চিত করতে পারেননি। শেষ ষোলোর দৌড়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে দ্বিতীয় লেগে হারিয়ে দৌড়ে ঠিকে রইলো পিএসজি-ও। একই সাথে প্রথম লেগে হারার পর এবার মধুর প্রতিশোধও নিলেন নেইমাররা।

বুধবার (২ ডিসেম্বর) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে পিএসজি। ম্যাচটিতে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বাকি গোলটি করেছেন মার্কিনিয়োস। আর ইউনাইটেডের হয়ে একমাত্র গোলেটি করেন মার্কাস র‌্যাশফোর্ড।

লিগের প্রথম লেগে অক্টোবরে ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরে আসর শুরু করেছিল পিএসজি। তবে দ্বিতীয় লেগের শুরুতেই গোলের দেখা পেয়ে যায় তারা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। কিলিয়ান এমবাপের শট প্রতিপক্ষের পায়ে লাগলে বল পেয়ে যান নেইমার। বল পেয়ে জোরালো এক শটে গোল আদায় করে নেনে তিনি। চলতি আসরে নেইমারের এটি দ্বিতীয় গোল।
sportsmail24
উত্তেজিত এ ম্যাচে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে ম্যাচে ২১তম মিনিটে। খেলার মাঝেই লেয়ান্দ্রো পারেদেসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে মাথা দিয়ে গুতো মারেন ইউনাইটেডের মিডফিল্ডার ফ্রেদ। ঘটনাটি কেন্দ্র বিবাদে জড়িয়ে পড়েন দুই দলে খেলোয়াড়রা। পরে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি হলুদ কার্ড দেখালে লাল কার্ড থেকে বেঁচে যান ফ্রেদ।

উত্তেজনা ছড়ানোর পর ৩২তম মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। পিএসজি গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বল নিজের আয়ত্ত্বে নিতে পারেননি। সতীর্থের পা ঘুরে ডি-বক্সের মুখ থেকে জোরালো শট নিয়ে গোল আদায় করে নেন র‌্যাশফোর্ড। ফলে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দু’দল।
sportsmail24
দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। দুই দল বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। তবে ম্যাচের ৬৯তম মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি। আবদু দিয়ালোর পাসে থেকে ছোট ডি-বক্সের মুখে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মার্কিনিয়োস। পিএসজি এগিয়ে যায় ২-১ গোলে।

পিছিয়ে পড়ার পরের মিনিটেই বড় ধাক্কা খায় ইউনাইটেড। ম্যাচের ৭০তম মিনিটে আন্দের এররেরাকে ফাউল করার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেদ। ফলে একজন কম নিয়ে বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। বরং যোগ করা সময়ে নিজের ‍দ্বিতীয় গোল করেন নেইমার। ডি-বক্সে ফাঁকা বল পেয়ে অনায়াসে স্কোরলাইন ৩-১ করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ থাকা পিএসজির এটি তৃতীয় জয়। পাঁচ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো তারা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে সমান জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে ছাড়াও জয়রথে বার্সেলোনা

মেসিকে ছাড়াও জয়রথে বার্সেলোনা

গোল করে ম্যারাডোনাকে স্মরণ মেসির, বার্সার গোল উৎসব

গোল করে ম্যারাডোনাকে স্মরণ মেসির, বার্সার গোল উৎসব

বিসিবির জৈব-সুরক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট উইন্ডিজ প্রতিনিধি দল

বিসিবির জৈব-সুরক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট উইন্ডিজ প্রতিনিধি দল

কিয়েভের জালে জুভেন্টাসের তিন গোল

কিয়েভের জালে জুভেন্টাসের তিন গোল