বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে করোনাভাইরাস মুক্ত হয়েছেন। এর ফলে কাতারের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তির খবর পেল বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার কাতারের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ফিরতি লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ।
জেমি ডের করোনা মুক্তির খবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হযেছে। সোমবার (৩০ নভেম্বর) করোনা পরীক্ষায় তার নেগেটিভ ফলে আসে। এখন বুধবার জেমি ডে-কে কাতারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
কাতারে বাংলাদেশ ফুটবল দল খেলতে নামবে শুক্রবার (৪ জিসেম্বর)। সেক্ষেত্রে জেমি ডে বুধবার কাতার গেলেও প্রথম ম্যাচে তার মাঠে থাকা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ, কাতার পৌঁছে তাকে তিনদিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। তবে বাধ্যতামূলক এ কোয়ারেন্টিনের সময়টা কমিয়ে আনার চেষ্টা করছে বাফুফে।
ঢাকায় নেপারের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে উপস্থিত থাকলেও দ্বিতীয় ম্যাচে থাকতে পারেননি জেমি ডে। ১৭ নভেম্বর (মঙ্গলবার) নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
করোনা নেগেটিভ না হওয়ায় ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) দরের সাথে কাতারেও যেতে পারেননি কোচ জেমি ডে। দলের প্রধান কোচে অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। আর তাকে সহযোগিতা করতে গত রোববার কাতারে গেছেন আরেক সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]