ফের ইনজুরিতে হ্যাজার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০১ এএম, ০১ ডিসেম্বর ২০২০
ফের ইনজুরিতে হ্যাজার্ড

ইনজুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড। শনিবার লা লিগার ম্যাচে তিনি ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। ম্যাচে আলাভেসের কাছে পরাজিত হয় রিয়াল মাদ্রিদ। হ্যাজার্ডের এ ইনজুরিকে অবশ্য ‘টোটকা আঘাত’ বলে অভিহিত করেছেন কোচ জিনেদিন জিদান।

ইনজুরির কারণেই স্পেনে নিজের প্রথম সেশনটি বলতে গেলে সাইডলাইনে বসেই কাটিয়েছেন বেলজিয়ান তারকা। কিন্তু মাঠে ফিরেই নতুন করে ইনজুরিতে পড়েন তিনি। একটি পেনাল্টির জন্য দাবি জানানোর পরপরই ২৮তম মিনিটে রড্রিগোকে বদলি দিয়ে মাঠ ছাড়তে হয় বেলজিয়ান আন্তর্জাতিককে।

ম্যাচে ২-১ গোলে পরাজিত হওয়ার পর রিয়ালের কোচ জিদান বলেন,‘ আমার মনে হয় হাল্কা একটু চোট পেয়েছেন হ্যাজার্ড। তিনি আমাদের তাই বলেছেন। এটি পেশীর টান নয়। সামান্য একটু আঘাত।’

চেলসি থেকে ১০০ মিলিয়ন ইউরোতে ২০১৯-২০ মৌসুমে রিয়ালে যোগ দেয়ার পর ২৯ বছর বয়সি হ্যাজার্ড মাত্র ২২টি ম্যাচে অংশ নিতে পেরেছেন। গোল করেছেন মাত্র একটি। ইনজুরিতে পড়ে রিয়ালের হয়ে মৌসুম শুরুতে খেলতে পারেননি হ্যাজার্ড।

এরপর ৭ নভেম্বর করোনায় আক্রান্ত হন তিনি। সপ্তাহের মধ্য ভাগে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন এ বেলজিয়ান। এটিই চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে তার একমাত্র গোল। ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গোল করে ম্যারাডোনাকে স্মরণ মেসির, বার্সার গোল উৎসব

গোল করে ম্যারাডোনাকে স্মরণ মেসির, বার্সার গোল উৎসব

নবাগত বেনেভেন্তোর কাছে হোঁচট খেল জুভেন্টাস

নবাগত বেনেভেন্তোর কাছে হোঁচট খেল জুভেন্টাস

২০ বছর পর রিয়ালের মাঠে আলাভেসের জয়োৎসব

২০ বছর পর রিয়ালের মাঠে আলাভেসের জয়োৎসব

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি