সিরি-এ লিগের চলতি মৌসুমে আবারও হোঁচট খেল চ্যাম্পিয়ন জুভেন্টাস। নবাগত বেনেভেন্তোর মাঠে এবার পয়েন্ট হারিয়েছে রোনালদো বিহীন আন্দ্রে পিরলোর দল। শনিবার (২৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এ ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে।
একাদশে ক্রিস্টিয়ানো রোনালদো না থাকলেও খেলার ২১তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেন আলভারো মোরাতা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) গায়েতানো লেতিজিয়ার গোলে সমতায় ফেরে স্বাগতিক বেনেভেন্তো।
রোনালদো বিশ্রামে থাকায় জুভেন্টাসের আক্রমণের ভার ছিল পাওলো দিবালা ও মোরাতার কাঁধে। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট করেন দিবালা। অ্যারন র্যামজির পাস ধরে আর্জেন্টিনার এ ফরোয়ার্ডের শট বাঁ দিকের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর ডি-বক্সের ভেতর থেকে সুযোগ কাজে লাগাতে পারেননি র্যামজিও।
পিছিয়ে থাকা বেনেভেন্তোর ৩৫তম মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে জুভেন্টাসের রক্ষণে চাপ বাড়িয়ে গোল আদায় করে নেয় বেনেভেন্তো। কর্নার থেকে গায়েতানো লেতিজিয়া ডান পায়ের ভলিতে পরাস্ত ভয়চেখ স্ট্যাসনি।
এরপর দুই দলই বেশ কয়েকটি আক্রমণ করলেও কেউ গোল আদায় করতে পারেনি। উল্টো শেষ দিকের যোগ করা সময়ে (৯০+৭) লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের আলভারো মোরাতা। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
৯ ম্যাচে পঞ্চম ড্র করা জুভেন্টাস ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]