ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বেল্লা ভিস্তায় বাবা-মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। শেষকৃত্যের সময় তার পরিবার ও কাছের মানুষ উপস্থিত ছিলেন।
বিবিসির এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, ম্যারাডোনার শেষকৃত্যের আগে বৃহস্পতিবার দিনভর লাখো মানুষ শ্রদ্ধা জানান। প্রেসিডেনশিয়াল প্যালেসে কফিনে রাখা ম্যারাডোনার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে অনেকেই কান্না করেন, ফুল ছুড়ে, তার ১০ নম্বর জার্সি ছুড়ে বিদায় জানান।
করোনার পরস্থিতির মাঝেও প্রিয় তারকাকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো ভক্ত সমবেত হয়েছিলেন। ভক্তকে ভিড়ে রীতিমতো হিমশিম খেতে হয় আর্জেন্টাইন পুলিশ সদস্যদের। প্রেসিডেন্ট প্যালেস অভিমুখে এক কিলোমিটারের চেয়ে বেশি লম্বা লাইনের ভক্তদের ঠেকাতে পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাসও ছুড়েছেন।
এদিকে শ্রদ্ধা জানাতে লাখো ভক্তদের প্রবেশের অনুমতি দিলেও সমাহিত করার সময় কড়াকড়ি আরোপ করা হয়েছিল। শেষকৃত্যে অংশে নেয় ২০-২৫ জন কাছের বন্ধু ও আত্মীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বেল্লা ভিস্তায় বাবা-মায়ের পাশেই সমাহিত করা হয় এ ফুটবল জাদুকরকে।
বুধবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা (৬০)। দুই সপ্তাহ আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। কিংবদন্তি এ ফুটবলারের মৃত্যুতে দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]