সে চলে যায় কিন্তু ছেড়ে যায় না, দিয়েগো চিরন্তন : মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২৭ নভেম্বর ২০২০
সে চলে যায় কিন্তু ছেড়ে যায় না, দিয়েগো চিরন্তন : মেসি

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার হৃদস্পন্দন থেমে যাওয়া খবরে থমকে গেছে গোটা বিশ্ব। আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের চলে যাওয়ার খবরে শোকের মিছিল বইছে বাংলাদেশসহ সকল ক্রীড়া প্রেমী দেশে। নিজেদের ফুটবল কিংবদন্তিকে হারিয়ে তিন দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা।

প্রিয় ফুটবলারের বিদায় যেন কিছুই মানতে পারছে না কেউ। বাংলাদেশের ফুটবল-ক্রিকেট তারকারাও জানিয়েছেন শোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাসে নিজেদের শোক প্রকাশ করেছেন বিশ্বের ক্রীড়া তারকারাও। তবে নিজ দেশ আর্জেন্টিনার আরেক ফুটবল জাদুকর নিওনেল মেসি মানতে রাজি নন যে, ম্যারাডোনা তাদের ছেড়ে গেছেন। কারণ, ম্যারাডোনা চিরন্তন।

sportsmail24
নিজেদের ফুটবল কিংবদন্তির চলে যাওয়ার খবরে খুব অল্প কথাতেই নিজের ভাব প্রকাশ করেছেন মেসি। ফেসবুকে ভেডিফায়েড পেজে মেসি লিখেন, ‘সকল আর্জেন্টাইন এবং ফুটবলের জন্য একটি অত্যন্ত দুঃখের দিন। সে (ম্যারাডোনা) আমাদের ছেড়ে চলে যায় কিন্তু ছেড়ে যায় না। কারণ, দিয়েগো চিরন্তন।’

বিদায় নেওয়া ম্যারাডোনার শান্তি কামনা করে মেসি আরও বলেন, ‘আমি তার (ম্যারাডোনা) সাথে কাটানো সব সুন্দর মুহূর্তগুলো গ্রহণ করি এবং তার পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই। শান্তিতে থাকুন।’

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার চিরবিদায়... https://bit.ly/2J1ZB0K

Posted by Sportsmail24.com on Wednesday, November 25, 2020

মেসির মতো সুইডেনের ফুটবল তারকা জ্লাতান ইব্রাহিমোভিচও ম্যারাডোনার চলে যাওয়া মানতে পারছেন না। তার মতে, ম্যারাডোনার মৃত্যু হয় না, তিনি অমর। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে ইব্রাহিমোভিচ লিখেন, ‘ম্যারাডোনা মারা যাননি, তিনি অমর। বিশ্বকে সর্বকালের সেরা ফুটবলার উপহার দিয়েছেন। তিনি চিরকালের জন্য বেঁচে থাকবেন।’

মস্তিস্কে রক্তক্ষরণের কারণে সম্প্রতি ম্যারাডোনার অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচার হলেও পর্যবেক্ষণের জন্য তাকে বেশ কিছুদিন হাসপাতালেই রেখে দেওয়া হয়। সুস্থ হওয়ায় সবশেষ দুই সপ্তহ আগে তাকে বাড়িতে নেওয়া হয়। এর আগে গত ৩০ অক্টোবর ৬০তম জন্মদিন পালনের পর অসুস্থ হয়ে পড়েছিলেন এ ফুটবল কিংবদন্তি।

তবে বুধবার (২৫ নভেম্বর) আর ফিরে আসলেন না কিংবদন্তি ফুটবলার। নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিশ্ব ফুটবলের এ মহানায়ক। তার মৃত্যুতে আর্জেন্টিনায় ঘোষণা করা হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন

ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক

ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক

মেসিকে নিয়ে ভিন্ন মন্তব্য ম্যারাডোনার

মেসিকে নিয়ে ভিন্ন মন্তব্য ম্যারাডোনার

চড়া দামে বিক্রি হলো ম্যারাডোনার জার্সি

চড়া দামে বিক্রি হলো ম্যারাডোনার জার্সি