করোনা নেগেটিভ সালাহ ফিরছেন অনুশীলনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৪ পিএম, ২৪ নভেম্বর ২০২০
করোনা নেগেটিভ সালাহ ফিরছেন অনুশীলনে

ফাইল ফটো

লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ করোনা নেগেটিভ হয়েছেন। ফলে খুব দ্রুতই রেডসের অনুশীলন ফিরছেন এ মিশরীয় তারকা। দলের ম্যানেজার জার্গেন ক্লপ সংবাদ মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন।

দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হন সালাহ। যে কারণে মিশরের দুটি ম্যাচ ছাড়াও সর্বশেষ রোববার প্রিমিয়ার লিগে লিস্টারের বিপক্ষে লিভারপুলের ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে খেলতে পারেননি তিনি।

সালাহ সম্পর্কে ক্লপ বলেন, ‘আমি এটাই শুনেছি যে সালাহ নেগেটিভ হয়েছেন। আশা করছি এখন তার সব পরীক্ষাই স্বাভাবিক আসবে। সে এখন আমাদের সাথে অনুশীলন করতে পারবে। আগামী দুই দিনে অবশ্য তাকে আরও দুটি পরীক্ষায় পাস করতে হবে।’

ক্লপ আরও নিশ্চিত করেন, লিস্টারের বিপক্ষে মিডফিল্ডার নেবি কেইটা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। এর ফলে লিভারপুলের ইনজুরির তালিকা আরও দীর্ঘ হলো। ৫৩ মিনিটে কেইটাকে উঠিয়ে নেকো উইলিয়ামসকে মাঠে নামানো হয়েছিল। এখন বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল আটালান্টার মোকাবেলা করবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ডিসেম্বরে ফিফা অ্যাওয়ার্ড, অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি

ডিসেম্বরে ফিফা অ্যাওয়ার্ড, অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি

উরুগুয়ের বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

উরুগুয়ের বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

ক্লাব বিশ্বকাপের নতুন তারিখ ঘোষণা

ক্লাব বিশ্বকাপের নতুন তারিখ ঘোষণা

‘মেসি চলে গেলে লা লিগায় প্রভাব পড়বে না’

‘মেসি চলে গেলে লা লিগায় প্রভাব পড়বে না’