প্রিমিয়ার লিগের নীচের স্তরের প্রতিনিধিত্ব করা ইংলিশ ফুটবল লিগগুলোতে আগামী পর্ব থেকে সব স্তরের লিগে ৫ বদলী খেলোয়াড়ের নিয়ম কার্যকর করা হবে। অভিজাত ফুটবল প্রিমিয়ার লিগের নিচের লীগগুলোর নিয়ন্ত্রণে থাকা পৃথক অ্যাসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যকরি কমিটি ৫ বদলী খেলোয়াড়ের নিয়মটির মেয়াদ ২০২০-২১ মৌসুম পর্যন্ত বাড়ানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধন্ত নিয়েছে ইংলিশ ফুটবল। তবে নিয়মে বলা আছে স্ব স্ব প্রতিযোগিতার আয়োজকরা খেলার আগে এ নিয়ম পালন করবে কি-না সেই সিদ্ধান্ত নেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে ইএফএল এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তাদের অধীনস্ত লিগের পরবর্তী সূচির সব ম্যাচে ৫ জন বদলী খেলোয়াড়ের নিয়মটি কার্যকর থাকবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]