শুরু হচ্ছে নারী ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২০ নভেম্বর ২০২০
শুরু হচ্ছে নারী ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ড

ফাইল ফটো

করোনার পরবর্তী মাঠে ফিরেছে বাংলাদেশের পুরুষ দলের ফুটবলরা। তার আগেই মাঠে ফিরেছিলেন মেয়েরা। এবার দ্বিতীয় রাউন্ডে মাঠে ফিরছেন তারা। শুক্রবার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা।

চলতি বছর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের শুরু হয় এ টুর্নামেন্ট। তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারি বাংলাদেশেও শনাক্ত হওয়ায় চলতি বছরের ১৩ মার্চ থেকে স্থগিত হয়ে যায় নারীদের ফুটবল লিগের খেলা।

করোনার পর দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর গত ৭ নভেম্বর ফের মাঠে গড়ায় এ লিগ খেলা। ১১ নভেম্বর শেষ হয়েছে প্রথম রাউন্ডের খেলা। ওই রাউন্ডে ছয় ম্যাচের সবগুলোতে জিতে সর্বমোট ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচ থেকে ১৫ পয়েন্টের সংগ্রহে তালিকার ২য় অবস্থানে রয়েছে নাসরিন স্পোর্টিং একাডেমি।

এছাড়া ১০ পয়েন্ট করে নিয়ে ৭ দলের এ লিগে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে রংপুর এফসি উত্তরবঙ্গ ও জামালপুর কাচরীপাড়া একাদশ।

এদিকে প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচও অনুষ্ঠিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জেএফএ কাপ চ্যাম্পিয়ন সাতক্ষীরা নারী ফুটবল দল

জেএফএ কাপ চ্যাম্পিয়ন সাতক্ষীরা নারী ফুটবল দল

হবিগঞ্জকে হারিয়ে দিয়েছে শেরপুরের কিশোরীরা

হবিগঞ্জকে হারিয়ে দিয়েছে শেরপুরের কিশোরীরা

শুরু হচ্ছে সাবিনা-কৃষ্ণাদের লিগ

শুরু হচ্ছে সাবিনা-কৃষ্ণাদের লিগ

স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম পেলেন সুমাইয়া

স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম পেলেন সুমাইয়া