আস্তোরির সম্মানে জার্সি উঠিয়ে নিল ফিওরেন্তিনা-কাগলিয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫২ পিএম, ০৭ মার্চ ২০১৮
আস্তোরির সম্মানে জার্সি উঠিয়ে নিল ফিওরেন্তিনা-কাগলিয়ারি

ডিফেন্ডার ডেভিড আস্তোরির আকস্মিক মৃত্যুতে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা ও কাগলিয়ারি এতটাই হতবাক হয়ে পড়েছে যে ক্লাবের থেকে ১৩ নম্বর জার্সিটি উঠিয়ে নেয়া হয়েছে।

আস্তোরির প্রতি শ্রদ্ধা জানাতেই ক্লাব দুটি এই সিদ্ধান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। সপ্তাহের শেষে ইতালির একটি হোটেলে আস্তোরির মৃত্যু ঘটে। দশ মৌসুমে সিরি-আ লিগে আস্তোরি ২৮৯টি ম্যাচ খেলেছেন।

জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ১৪টি আন্তর্জাতিক ম্যাচ। ২০১৫ সালে তিনি ধারে ফিওরেন্তিনাতে যোগ দেন। এক বছর পরে ক্লাবটি তাকে স্থায়ীভাবে দলে ভেড়ায়। পরবর্তীতে ক্লাবের অধিনায়কও মনোনীত হন। এর আগে তিনি ছয় মৌসুম কাগলিয়ারিতে কাটিয়েছেন, মাঝে এক বছর ধারে খেলেছেন রোমাতে।

ফিওরেন্তিনার পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে, ‘ডেভিড আস্তোরির স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে কাগলিয়ারি ও ফিওরেন্তিনা সিদ্ধান্ত নিয়েছে ১৩ নম্বর জার্সি আর ব্যবহার করবে না।’

কাগলিয়ারিও একই বার্তা পোস্ট করেছে। রোববার উদিনের একটি হোটেলে নিজ কক্ষে আস্তোরিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঐ দিনই উদিনেসের বিপক্ষে লিগে ফিওরেন্তিনার ম্যাচ ছিল। সিরি-আ কর্তৃপক্ষ রোববারের সব ম্যাচ বাতিল ঘোষণা করে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হোটেল থেকে ফুটবলারের মরদেহ উদ্ধার

হোটেল থেকে ফুটবলারের মরদেহ উদ্ধার

বার্সায় এস্পানিওলের কাছে হেরে গেল রিয়াল

বার্সায় এস্পানিওলের কাছে হেরে গেল রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে দল বাড়ছে, পরিবর্তন সময়েও

চ্যাম্পিয়ন্স লিগে দল বাড়ছে, পরিবর্তন সময়েও

অস্ত্রোপাচার লাগবে না নেইমারের

অস্ত্রোপাচার লাগবে না নেইমারের