কাতার বিশ্বকাপ বাছাইপর্বে তারকা ফুটবলার নেইমারকে ছাড়াই ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। তবে নেইমারের কুঁচকির ইনজুরি সহসায় সেরে উঠছে না। ফলে আগামী সপ্তাহে উরুগুয়ের বিপক্ষেও নেইমারকে একাদশে পাচ্ছে না ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে কুঁচকির ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার মন্টিভিডিওতে তারা নেইমারকে দলে পাচ্ছে না।
পিএসজি কোচ থমাস টাচেল গত সপ্তাহেই ইঙ্গিত দিয়েছিলেন, নেইমার যে ধরনের ইনজুরিতে পড়েছেন তাতে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলা প্রায় অসম্ভব। এরপরও ব্রাজিলিয়ান কোচ তিতে তাকে দলে রেখেছিলেন।
শুক্রবার দিনগত রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটিতেও ছিলেন না নেইমার। ব্রাজিলের দলীয় চিকিৎসক রডরিগো লাসমার বলেছেন, মাত্র চারদিনের মধ্যে এ ধরনের ইনজুরি থেকে সেড়ে ওঠা সম্ভব নয়। ইতোমধ্যেই অবশ্য পরবর্তী ম্যাচের জন্য ফ্ল্যামেঙ্গো স্ট্রাইকার পেড্রোকে দলে ডেকেছেন তিতে। তবে তিনি নেইমারকে দল থেকে বাদ দেননি।
বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল থেকে আগেই বাদ পড়েছিলেন ইনজুরি আক্রান্ত দুই মিডফিল্ডার ফিলিপ কুটিনহো ও ফ্যাবিনহো এবং ডিফেন্ডার রডরিগো কাইয়ো। অন্যদিকে কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় দুই ডিফেন্ডার এডার মিলিটাও ও গ্যাব্রিয়েল মেনিনোও দলের বাইরে রয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]