মিশরের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। যদিও তার মধ্যে কোন ধরনের উপস্বর্গ দেখা দেয়নি বলে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে।
টুইটার বার্তায় সালাহ’র করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। তারা জানায়, জাতীয় দলের সব খেলোয়াড়দের করোনা পরীক্ষার পর সালাহর ফল কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে দলের অন্য সকলেই নেগেটিভ রয়েছে।
শনিবার আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে টোগোর বিপক্ষে ঘরের মাঠে মিশরের খেলার আগে সালাহ’র করোনায় আক্রান্তের ঘোষণা আসলো। এখন মিশর ও লিভারপুলের চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন সালাহ।
বর্তমানে কায়রোর একটি হোটেলে তাকে সেল্ফ আইসোলেশনে রাখা হয়েছে। অ্যাসোসিয়েশন জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই দুইবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুনরায় করোনা পরীক্ষা করা হবে।
এবারের মৌসুমে লিভারপুলের জার্সি গায়ে ইতোমধ্যেই প্রিমিয়ার লিগে আট গোল করেছেন সালাহ। এর আগে সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। যে কারণে মৌসুমের শুরুতে তাকে দলে পায়নি লিভারপুল। তবে সুস্থ হয়ে আবারও মাঠে ফিরেছেন মানে।
লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপ ইতোমধ্যেই হাঁটুর ইনজুরির কারণে ডিফেন্ডার জো গোমেজকে হারিয়েছেন। ইংল্যান্ডের হয়ে চলতি সপ্তাহে আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় গোমেজ ইনজুরিতে আক্রান্ত হন।
রেডসদের পক্ষ থেকে জানানো হয়, এক মাসের জন্য গোমেজকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এদিকে গত মাসে এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের সাথে সংঘর্ষে হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরি নিয়ে দলের মূল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক মাঠের বাইরে রয়েছেন। পুরো মৌসুমে ফন ডাইকের মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]