মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। করোনা পরবর্তী মাঠে ফিরে পাঁচ বছর পর নেপালের বিপক্ষে জয় উপহার দেওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন জামাল ভূঁইয়ারা।
শুক্রবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেন।
ম্যাচ শেষে ফুটবলারদের অভিনন্দন জানিয়ে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন প্রথম ম্যাচেই নেপালকে হারিয়ে এগিয়ে যাওয়ায় ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।
দীর্ঘ প্রায় ১০ মাস (১৯৩ দিন) পর আন্তর্জাতিক ম্যাচ খেললো বাংলাদেশ ফুটবল দল। ফিটনেসের ঘাটতি চোখে পড়লেও নেপালের বিপক্ষে লিড নিয়েই খেলেছে বাংলাদেশ। যদিও মাঝ মাঠে সেভাবে প্রাধান্য রাখতে পারেনি জামাল ভূঁইয়ারা।
ম্যাচ শেষে বাংলাদেশ কোচ জেমি ডে বলেন, ‘আমাদের সামনে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। নেপালের বিপক্ষে ম্যাচ দু’টির মাধ্যমে আমরা সেটার জন্য তৈরি হব। এ ম্যাচ জিতেছি। জয়ের ধারা অব্যাহত থাকলে ছেলেদের আত্মবিশ্বাস আরও বাড়বে।’
এদিকে বিশ্বের বিভিন্ন দেশে মাঠে খেলা ফিরলেও এখনো দর্শক ফেরানো হয়নি। তবে করোনা পরবর্তী বাংলাদেশের প্রথম ম্যাচে মাঠে ফেরানো হয়েছে দর্শক। বাংলাদেশ-নেপালের এ প্রীতি ম্যাচে ৮ হাজার দর্শকের টিকিট দেওয়ার কথা থাকলেও গ্যালারির কাণায় কাণায় পূর্ণ ছিল দর্শক। দেশের জয়ের ম্যাচে তারাও উল্লাস প্রকাশ করেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]