বাংলাদেশ-নেপাল ম্যাচে দর্শকদের সাড়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫০ এএম, ১৪ নভেম্বর ২০২০
বাংলাদেশ-নেপাল ম্যাচে দর্শকদের সাড়া

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারিতে থমকে যাওয়া আন্তর্জাতিক ফুটবল মাঠে ফিরেছে। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশেও ফিরলো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল।

দীর্ঘ প্রায় ১০ মাস (১৯৩ দিন) পর নেপালের বিপক্ষে এ লড়াই দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরলো বাংলাদেশ। লাল-সবুজের জার্সি গায়ে বাংলাদেশ ফুটবল দল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল চলতি বছর ২৩ জানুয়ারি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেটি ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের সেমি-ফাইনাল ম্যাচ। ৩-০ গোলে হেরে যাওয়া ওই ম্যাচের পর বাংলাদেশের আর মাঠে নামা হয়নি।
sportsmail24
এদিকে করোনা পরবর্তী মাঠে ফেরার প্রথম আন্তর্জাতিক ম্যাচেই গ্যালারিতে দর্শক প্রবেশের সুযোগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবল প্রেমিরা লুফে নিয়েছেন এ সুযোগ। দীঘ বিরতির পর মাঠে বসে খেলা দেখার সুযোগ তারা হাতছাড়া করতে চাননি।
sportsmail24
মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছে দর্শক। যদিও করোনার কারণে মাত্র ৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ম্যাচের টিকিট মূল্য ধার্য্য করা হয়েছে ভিআইপি ৫০০ এবং সাধারণ ১০০ টাকা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর (মঙ্গলবার)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছেন জামাল ভূঁইয়া

ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছেন জামাল ভূঁইয়া

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ বছরের খরা কাটালো ইংল্যান্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ বছরের খরা কাটালো ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়নদের হারের স্বাদ দিল ফিনল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়নদের হারের স্বাদ দিল ফিনল্যান্ড

নেইমার-এমবাপের চুক্তি নিয়ে আলোচনা শুরু

নেইমার-এমবাপের চুক্তি নিয়ে আলোচনা শুরু