১৯৮৫ সাল, এরপর বছর পেরিয়ে গেছে ৩৫টি। যা এ প্রজন্মের মনে থাকারই কথা না। ১৯৮৫ সালের মার্চের পর রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড ফুটবল। আর ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ড সর্বশেষ জয় পেয়েছি ১৯৮৮ সালে। এরপর দুই দলের আরও ছয়বার দেখা হলেও কেউ জয়ী হতে পারেনি।
সর্বশেষ বৃহস্পতিবার (১২ নভেম্বর) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের জয়ের খরা কাটিয়েছে ইংল্যান্ড। খেলার প্রথমার্ধে হ্যারি ম্যাগুইয়ার ও জেডন স্যানচো একটি করে এবং দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ডমিনিক ক্যালভার্ট-লুইন বাকি গোলটি আদায় করে নেন। অন্যদিকে গোল শূন্য ছিল আয়ারল্যান্ড।
ঘরের মাঠে ১৮তম মিনিটে অধিনায়ক ম্যাগুইয়ারের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে ম্যাচের ২৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি মিস করেন ম্যাগুইয়ার। তার হেড করা বল আয়ারল্যান্ডের গোলরক্ষক কর্নারের বিনিময়ে রক্ষা করেন।
এরপর অবশ্য ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি ইংল্যান্ড। গোল মিস হওয়ার চার মিনিট পর ম্যাচের ৩১তম মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এবার ব্যবধান দ্বিগুণ করেন স্যানচো। জ্যাক গ্রিলিশের পাসে ডি-বক্সে বল পেয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
আর দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন ক্যালভার্ট-লুইন। প্রতিপক্ষের ডি-বক্সে বুকায়ো সাকা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইংল্যান্ড।
এ জয়ে ৩৫ বছরের বেশি সময় পর আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলো ইংল্যান্ড। সর্বশেষ ১৯৮৫ সালের মার্চে একই মাঠে প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আর আয়ারল্যান্ডের সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল ১৯৮৮ সালের জুনে। স্টুর্টগার্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১-০ গোলে জিতেছিল তারা। এরপর দুই দলের আরও ছয়বার দেখা হলেও প্রতিবারই ড্র হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]