চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ত জার্মেইকে হারিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। তাই জয়ের পর তৃপ্তির ঢেকুর তুললেন কোচ জিদান, ‘রিয়াল মাদ্রিদ সব বাধ পার করেছে, আর এভাবেই আমরা এগিয়ে যেতে চাই। যাতে কিছু অর্জন করতে পারি।’
যৌক্তিকভাবেই দারুণ উচ্ছ্বসিত জিদান। এই ম্যাচকে ঘিরে শুরুর একাদশই বেছে নিয়েছিলেন রিয়াল কোচ। তাই ছেলেদের ধন্যবাদ জানালেন জয়ের পর, ‘দলটা আগে যেমন ছিল তেমনই আছে। আমি শুরুর একাদশই বেছে নিয়েছিলাম। ছেলেদের অভিনন্দন।’
পরের রাউন্ডে যেতে পেরে আনন্দিত জিদান। এভাবেই জানালেন অনুভূতি, ‘আমরা পরের রাউন্ডে উঠে গেছি। আমরা আনন্দিত, লিগে আমরা এগিয়ে যেতে চেষ্টা করবো।
গ্যারেথ বেলকে বাদ দেওয়ায় অনেক গুঞ্জনই ডাল পাল মেলতে থাকে। তার ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে আলোচনা। তবে জিদান সেসবের ব্যাখ্যা দিলেন ইতিবাচকভাবেই, ‘আমার মনে হয় সবাই গুরুত্বপূর্ণ। বেলও তেমনই একজন। আমি নিশ্চিত সে আরও ম্যাচ খেলবে। কারণ এখনও অনেক ম্যাচ রয়েছে।’