নেইমার ও কিলিয়ান এমবাপের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। ২০২২ সাল পর্যন্ত চুক্তিতে থাকা এ দুই তারকার জন্য আলাদাভাবে ৪০২ মিলিয়ন ইউরো ব্যয় করেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ভিডিও বার্তায় নেইমার-এমবাপের চুক্তি নবায়নের বিষয়ে এমন তথ্য জানিয়েছেন। একই সাথে অ্যাঞ্জেল ডি মারিয়া ও জুয়ান বেরনাটের বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
ক্লাবের ভিডিও চ্যানেলকে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার লিওনার্দো বলেন, ‘সবার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। আশা করছি আগামী সপ্তাহগুলোতে বিষয়টি আরও জোরদার হবে।’
গ্রীষ্মকালীন দল বদলের সময় কোচ থমাস টাচেলের সঙ্গে যে মতপার্থক্য দেখা দিয়েছিল সেটি প্রশমিত হয়েছেন বলেও জানান লিওনার্দো।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরে গেছে বর্তমান রানার আপরা। তবে ক্লাবের জার্মান কোচের পরিবর্তনের বিষয়টি উড়িয়ে দিয়েছেন লিওনার্দো।
তিনি বলেন, ‘এমনটি হয়েই থাকে। এটি নিয়ে আমরা কথা বলেছি। পুরো পরিস্থিতি এখন সবার কাছে পরিষ্কার। আসল কথা হচ্ছে আমরা ঘরোয়াভাবেও টাচেলের পরিবর্তনের কথা কখনো ভাবিনি। আমরা মোটেও অন্য কাউকে ডাকব না।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]