রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার উদীয়মান তারকা আনসু ফাতি। লা লিগার ওই ম্যাচে ফাতির বদলি হিসেবে মাঠে নামেন সুপার স্টার লিওনেল মেসি। ক্লাবের পক্ষ থেকে এ কথা জনানো হয়েছে।
বিবৃতিতে বার্সা জানায়, শনিবার পরীক্ষায় দেখা যায়, তার (ফাতি) বাঁ পায়ের হাটুর ভেতর পেশী বিচ্ছিন্ন (মেনিস্কাস টিয়ার ইনজুরি) হয়ে গেছে। তার চিকিৎসা চলছে এবং পরে অবস্থা পর্যালোচনা করা হবে।
আনসু ফাতির দীর্ঘ অনুপস্থিতি হলে বার্সেলোনার জন্য বড় বিপর্যয়। কারণ, ১৮ বছর বয়সি এ উদীয়মান তারকা ইতোমধ্যে দলের দুর্দান্ত খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
চলতি মৌসুমে ফাতি ইতোমধ্যে ছয়টি গোল করেছেন। তন্মধ্যে স্পেন জাতীয় দলের হয়ে সেপ্টেম্বরের গোলটিও রয়েছে। যা তাকে দেশটির সবচেয়ে কমবয়সি গোলদাতার আসনে বসিয়েছে।
ক্লাসিকোতেও সর্বকনিষ্ঠ গোলদাতার আসন লাভ করেছেন ফাতি। দুই সপ্তাহ আগে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেছিলেন তিনি।
এদিকে ইনজুরির কারণে স্পেন জাতীয় দল থেকে ছিটকে পড়বেন ফাতি। এ মাসের শেষদিকে নেশনস লিগের ম্যাচে সুইজারল্যান্ড ও জার্মানির মোকাবেলা করবে স্পেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]