হাঁটুর ইনজুরির কারণে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন সাউদাম্পটন স্ট্রাইকার ড্যানি ইনগস। ক্লাব ম্যানেজার রাল্ফ হ্যাসেনহাটেল সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার প্রিমিয়ার লিগে এ্যাস্টন ভিলার বিপক্ষে সেইন্টসের ৪-৩ গোলের জয়ের ম্যাচটিতে ইনগস ইনজুরিতে পড়েন। ওই ম্যাচেই তিনি মৌসুমের পঞ্চম গোলটি করেছিলেন।
গোল করার ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষ মিডফিল্ডার ট্রেজেগুয়েচের সাথে সংঘর্ষে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ইনগস। জানা গেছে, ইনগস’র হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচার করাতে হবে। অস্ত্রোপচারের বিস্তারিত জানা যাবে, পরিস্থিতি খারাপ হলে মাঠে ফেরা আরও বিলম্ব হতে পারে।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতির সময় ইংল্যান্ডের হয়ে গোল করেছিলেন ড্যানি ইনগস। তবে এখন নভেম্বরে ইংল্যান্ডের তিনটি ম্যাচ তাকে মিস করতে হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]