পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘরের মাঠে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৬৯ মিনিটে স্পট কিক থেকে আর্সেনালের জয় নিশ্চিত করেন অবামেয়াং। একই সঙ্গে এর মাধ্যমে পাঁচ ম্যাচের গোল খরা কাটালেন তিনি।
ডি বক্সের ভেতর হেক্টর বেলেরিনকে ফাউলের অপরাধে পল পগবার বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় গানররা। দলের অধিনায়কের এ গোলে ২০০৬ সালের পর ওল্ড ট্রাফোর্ডে লিগ ম্যাচে প্রথম জয়ের কৃতিত্ব অর্জন করলো আর্সেনাল।
চলতি মৌসুমে এ নিয়ে ঘরের মাঠে কোন লিগ ম্যাচেই জয়ী হতে পারলো না ইউনাইটেড। এর মধ্যে টটেনহ্যামের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ানহ তিনটি ম্যাচে পরাজিত হয়েছে ওলে গানার সুলশারের দল।
১৯৭২-৭২ সালের পর রেড ডেভিলসদের এটাই সবচেয়ে বাজেভাবে লিগের শুরু। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইউনাইটেড রেলিগেশন জোন থেকে মাত্র ৬ পয়েন্ট উপরে ওঠে ১৫তম স্থানে রয়েছে।
আগের মৌসুমে শীর্ষ চারে থেকে লিগ শেষ করা উজ্জীবিত ইউনাইটেডকে যেন এবার খুঁজে পাওয়া যাচ্ছে না। নতুন মৌসুমে তাদের ধারাবাহিকতার অভাব দারুণভাবে চোখে পড়ছে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ও আরবি লিপজিগকে পরাজিত করলেও সেই সাফল্য প্রিমিয়ার লিগের বাজে পারফরমেন্সের নীচে চাপা পড়ে যাচ্ছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]