ফিরেই রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের দুর্দান্ত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০০ পিএম, ০২ নভেম্বর ২০২০
ফিরেই রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের দুর্দান্ত জয়

করোনা মুক্ত রোনালদো যেন আরও গতি বাড়িয়ে মাঠে ফিরেছেন। টানা ১৮ দিন পর মাঠে ফিরেই করলেন জোড়া গোল, তাও আবার দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে। রোববার (১ নভেম্বর) সিরি-এ লিগে স্পেজিয়ার বিপক্ষে রোনালদোর জোড়া গোলে ৪-১ বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে জুভেন্টাস।

উয়েফা নেশনস লিগে ফ্রান্সের বিপক্ষে খেলার পর ১৩ অক্টোবর (মঙ্গলবার) পর্তুগাল অধিনায়ক রোনালদোর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসির মুখোমুখি হতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার।

করোনার কারণে সিরি-এ লিগে দুটি এবং চ্যাম্পিয়নস লিগের দুটি ম্যাচ খেলতে পারেননি রোনালদো। সর্বশেষ শুক্রবার (৩০ অক্টোবর) করোনা নেগেটিভ হওয়ায় স্বস্তি ফিরে। তবে আজকের ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি। ম্যাচের ৫৬ মিনিটে পাউলো দিবালার বদলি হয়ে মাঠে নামেন তিনি। তখন গোলের স্কোর ছিল ১-১ সমতায়।
sportsmail24
মাঠে নামার তিন মিনিটের মাথায় গোল পেয়ে যান রোনালদো। আলভারো মোরাতার কাছ থেকে ডি বক্সের মধ্যে বল পেয়ে গোলকিপার ইভান প্রভেদেলকে বোকা বানান তিনি। ২-১ গোলে এগিয়ে যাওয়া জুভেন্টাস ৬৭তম মিনিটে আরও এগিয়ে যায়।

আদ্রিয়ান রাবিওট তৃতীয় গোলটি করে দলকে এগিয়ে দেন। শেষ দিকে ৭৬ মিনিটে স্পেজিয়ার বুখে শেষ প্যারেক মারেন রোনালদো।ফেদেরিকো চিয়েসাকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন রোনালদো।

নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড় জুভেন্টাস। এর ফলে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলো জুভেন্টাস। অন্যদিকে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিলান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদো বিহীন জুভেন্টাসকে বার্সেলোনার জোড়া গোল

রোনালদো বিহীন জুভেন্টাসকে বার্সেলোনার জোড়া গোল

শুরু হচ্ছে সাবিনা-কৃষ্ণাদের লিগ

শুরু হচ্ছে সাবিনা-কৃষ্ণাদের লিগ

আবারও হোঁচট খেল বার্সেলোনা

আবারও হোঁচট খেল বার্সেলোনা

উরুর ইনজুরি, দীর্ঘ মেয়াদে মাঠের বাইরে নেইমার

উরুর ইনজুরি, দীর্ঘ মেয়াদে মাঠের বাইরে নেইমার