শুরু হচ্ছে সাবিনা-কৃষ্ণাদের লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৩ এএম, ০২ নভেম্বর ২০২০
শুরু হচ্ছে সাবিনা-কৃষ্ণাদের লিগ

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাসের থাবায় বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশের মেয়েদের লিগ পুনরায় শুরু হচ্ছে। সাবিনা-কৃষ্ণাদের বন্ধ থাকা লিগ ৭ নভেম্বর (শনিবার) থেকে শুরুর কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

চলতি বছরের মার্চে বাংলাদেশের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বন্ধ হয়ে যায় দেশের সকল খেলাধুলা। প্রথমে ছেলেদের ২০১৯-২০ মৌসুম বাতিল করলেও মেয়েদের লিগ শেষ করা নিয়ে আশাবাদী ছিল বাফুফে। তবে সেটি আর তখন সম্ভব হয়নি, বন্ধ হয়েছে মেয়ের লিগও।

বাফুফের তথ্যানুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) থেকে মাঠে গড়াবে মেয়েদের লিগের বাকি খেলা। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হওয়া লিগে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও উত্তর বঙ্গ। বিকেল তিনটায় শুরু হবে এ ম্যাচ।

লিগ স্থগিত হওয়ার আগ পর্যন্ত নিজেদের পাঁচ ম্যাচে সবগুলোতে জয় পেয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। অন্যদিকে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উত্তর বঙ্গ।

এদিকে মেয়েদের পর চলতি নভেম্বরেই মাঠে ফিরছে দেশের ছেলেরাও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা।

নেপালের বিপক্ষে ম্যাচের জন্য টিম হোটেলে জিম সেশনসহ মাঠেও অনুশীলন করে নিজেদের প্রস্তুত করছেন জামাল ভূইয়াসহ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা

এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা

চার ধাপ পেছালো বাংলাদেশ নারী ফুটবল দল

চার ধাপ পেছালো বাংলাদেশ নারী ফুটবল দল

স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম পেলেন সুমাইয়া

স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম পেলেন সুমাইয়া

এসএসসি’র বাধা পেরিয়েছে এক ঝাঁক নারী ফুটবলার

এসএসসি’র বাধা পেরিয়েছে এক ঝাঁক নারী ফুটবলার