উরুর ইনজুরিতে আক্রান্ত নেইমার প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) পরবর্তী তিনটি ম্যাচ মিস করতে পারেন। ফ্রেঞ্চ রেডিও নেটওয়ার্কের ওয়েবসাইটে এমন তথ্য জানানো হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে বাসাকসেহিরের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার।
ইস্তাম্বুলে পিএসজির ২-০ গোলে জয় পাওয়া ওই ম্যাচের ২৫ মিনিটের সময় মাঠ ছাড়েন নেইমার। আরএমসি স্পোর্টস ওয়েবসাইটে বলা হয়, ‘নেইমারের এমআরআই স্ক্যান করানো হয়েছে এবং সেখানে একটি পেশী বিচ্ছিন্ন দেখা গেছে।’
পরবর্তী তিন ম্যাচের মধ্যে পিএসজি শনিবার লিগ ওয়ানে নঁতের মোকাবেলা করবে। এরপর বুধবার নিজ মাঠে আরবি লিপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। আর ৭ নভেম্বর আবারও লিগ ওয়ানের ম্যাচে রেনের মুখোমুখি হবে পিএসজি।
পিএসজির তিন ম্যাচের পর পরই আন্তর্জাতিক বিরতি। ওই সময় বিশ্বকাপ বাছাইয়ে প্রথমে ভেনিজুয়েলা এবং পরে উরুগুয়ের মোকাবেলা করবে নেইমারের দেশ ব্রাজিল। তবে আরএমসি স্পোর্ট জানিয়েছে, ‘এখনো পর্যন্ত নেইমারের ব্রাজিলীয় দলে অংশগ্রহণের বিষয়ে কোন ইঙ্গিত পাওয়া যায়নি।’
পিএসজি কোচ থমাস টাচেল এখন চিকিৎসা নিয়েই মগ্ন রয়েছেন পুরোদমে। কারণ মার্কো ভেরাট্টি, মাউরো ইকার্ডি, লিয়ান্দ্রো পারেদেশ, জুলিয়ান ড্রাক্সলার ও জুয়ান বার্নাটের মতো তারকারা ইনজুরির কবলে রয়েছেন।
করোনা বিরতির পর মাঠে ফিরে মার্সেই’র বিপক্ষে পেশী শক্তির এক ম্যাচে লাল কার্ডের কারণে দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। এছাড়া নেইমার করোনা আক্রান্ত হয়েও বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। ফলে এ মৌসুমে এখনো পর্যন্ত দুই গোল করেছেন বিশ্বের সবচেয়ে দামী এ ফুটবল তারকা। আর সহায়তা করেছেন চার গোলে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]