অবশেষে করোনা মুক্ত রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ পিএম, ৩১ অক্টোবর ২০২০
অবশেষে করোনা মুক্ত রোনালদো

করোনাভাইরাস থেকে মুক্তি পেলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ১৯ দিন প্রাণঘাতী এ ভাইরাসের সাথে লড়াই করে জয়ী হয়েছেন তিনি। সর্বশেষ শুক্রবার (৩০ অক্টোবর) পরীক্ষায় তার কোভিড-১৯ নেগেটিভ সনাক্ত হয়েছে।

জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস কাপের ম্যাচ খেলতে গিয়ে ১৩ অক্টোবর (মঙ্গলবার) রোনালদোর শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। এরপর দুইবার টেস্ট করা হলেও তার ফল পজিটিভ আসে। যার ফলে তাকে টানা ১৯ দিন আইসোলেশনে কাটাতে হয়েছে।

জুভেন্টাসের এক বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ এর জন্য একটি ডায়াগনস্টিক টেস্ট করানো হয়েছিল রোনালদোর। যেখানে নেগেটিভ ফল এসেছে। যার মানে, রোনালদো ১৯ দিন পর এখন করোনামুক্ত এবং তাকে আর আইসোলেশনে থাকতে হবে না।

করোনায় আক্রান্ত হওয়ায় চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামতে পারেননি রোনালদো। করোনা মুক্ত হওয়ায় এখন মেসির বার্সেলোনার বিপক্ষে ৮ ডিসেম্বর (মঙ্গলবার) জুভেন্টাসের হয়ে রোনালদোকে হয়তো দেখা যেতে পারেন। ম্যাচটি আগে বেশ লম্বা সময় থাকায় এর আগে রোনালদো শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবে বলে ধরে নেওয়া হচ্ছে।

এদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে শুধু বার্সেলোনার বিপক্ষেই নয়, পর্তুগালের হয়ে একটি ও জুভেন্টাসের হয়ে ঘরোয়া লিগে আরও দুইটি ম্যাচ খেলতে পারেননি রোনালদো। এছাড়া রোববার স্পেজিয়ার বিপক্ষে সিরি আ’র ম্যাচেও জুভেন্টাসের হয়ে না খেলার শঙ্কাও রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদো বিহীন জুভেন্টাসের হ্যাটট্রিক ড্র

রোনালদো বিহীন জুভেন্টাসের হ্যাটট্রিক ড্র

রোনালদো কোভিড প্রটোকল ভঙ করেছেন : ইতালীর ক্রীড়ামন্ত্রী

রোনালদো কোভিড প্রটোকল ভঙ করেছেন : ইতালীর ক্রীড়ামন্ত্রী

নারী কর্মীর সতর্কতায় ‘হুঁশ’ ফিরলো রোনালদোর

নারী কর্মীর সতর্কতায় ‘হুঁশ’ ফিরলো রোনালদোর

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনালদোর গোলের সেঞ্চুরি

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনালদোর গোলের সেঞ্চুরি