ফিফা সভাপাতি গিয়ান্নি ইনফান্তিনো করোনায় আক্রান্ত হয়েছেন। ৫০ বছর বয়সী ইনফান্তিনোর শরীরে খুব অল্প উপস্বর্গ দেখা গেছে। পজেটিভ শনাক্ত হওয়ার পরপরই ১০ দিনের আইসোলেশনে চলে গেছেন তিনি।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, ‘গত কয়েকদিনে ফিফা সভাপতির সান্নিধ্যে যারা এসেছেন তাদেরকে ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণে অনুরোধ জানানো হয়েছে। সভাপতি ইনফান্তিনোর দ্রুত আরোগ্য কামনা করছে ফিফা।’
গত ১৬ অক্টোবর ফিফার কমপ্লেইন্স সামিটে সর্বশেষ ইনফান্তিনো যোগ দিয়েছিলেন। যদিও পুরো সামিটটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সারা ইউরোপ জুড়েই বর্তমানে করোনার দ্বিতীয় প্রবাহ অতিবাহিত হচ্ছে। সুইজারল্যান্ডও তার ব্যতিক্রম নয়। অক্টোবর জুড়েই প্রতি সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। সুইস সরকার খুব দ্রুতই এ ব্যপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]