দীর্ঘ মেয়াদে ‘ভয়ঙ্কর’ হতে চান লেভানডোভস্কি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৭ এএম, ২৬ অক্টোবর ২০২০
দীর্ঘ মেয়াদে ‘ভয়ঙ্কর’ হতে চান লেভানডোভস্কি

বুন্দেসলিগা মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন বায়ার্ন তারকা রবার্ট লেভানডোভস্কি। পোলিশ এ তারকার দুর্দান্ত পারফরমেন্সে শনিবার এইনট্রাখট ফ্রাংকফুর্টকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। একই সঙ্গে পাঁচ ম্যাচে নিজের গোল সংখ্যা ১০-এ উন্নীত করেছেন লেভানডোভস্কি; যা বুন্দেসলিগায় রেকর্ড।

গত তিন লিগ ম্যাচে এ নিয়ে ৯টি গোল করলেন লেভানডোভস্কি। আলিয়াঁজ এরিনাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ঘণ্টা খানেকের মধ্যেই হ্যাটট্রিক গোল করেন এ পোলিশ তারকা।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ২২টি গোল করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১০ জনের হার্থা বার্লিনকে ২-১ গোলে পরাজিত করে টেবিলের শীর্ষে থাকা লিপজিগের চেয়ে ১০টি গোল বেশি করলেও এক পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে বেভারিয়ান্সরা।

গত মৌসুমে ৪৭ ম্যাচে ক্যারিয়ার সেরা ৫৫ গোল করে নিজের নামের পাশে বিশ্ব সেরা স্ট্রাইকারের তকমাটা ভালোভাবেই সেঁটে দিয়েছিলেন লেভানডোভস্কি। এর মধ্যে ছিল ৩৪টি বুন্দেসলিগা গোল।

শনিবারও (২৪ অক্টোবর) নিজের সেরা ফর্ম ধরে রেখে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে দেন স্বাগতিকদের। এরপর ২৬ মিনিটে এবং ৬০ মিনিটে নিঁখুত ক্রস থেকে হ্যাটট্রিক গোল পূরণ করে দলের জয় নিশ্চিত করেন লেভানডোভস্কি।

প্রতিপক্ষের জন্য লেভানডোভস্কি ও তার দল কতটা ভয়ঙ্কর হতে চান সে বিষয়ে ধারণাও দিয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে লেভানডোভস্কি বলেন, ‘আমি আশা করি, এ ফর্ম আরও দীর্ঘদিন ধরে রাখতে পারবো। প্রতিপক্ষ কে সেটা কোন বিষয় নয়, আমরা সবসময়ই সেরা ফুটবলটা খেলতে চাই। সবসময়ই জিতে বাড়ি ফিরতে চাই।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপা ধরে রাখলো বায়ার্ন, লেভানডোভস্কির রেকর্ড

শিরোপা ধরে রাখলো বায়ার্ন, লেভানডোভস্কির রেকর্ড

লেভানডোভস্কির চার গোলে জয়ে ফিরলো বায়ার্ন

লেভানডোভস্কির চার গোলে জয়ে ফিরলো বায়ার্ন

জার্মানির বর্ষসেরা ফুটবলার রাবর্ট লেভানডোভস্কি

জার্মানির বর্ষসেরা ফুটবলার রাবর্ট লেভানডোভস্কি

লেভানডোভস্কি, সুখী স্ট্রাইকার ভাবতেই পারেন

লেভানডোভস্কি, সুখী স্ট্রাইকার ভাবতেই পারেন