দুই ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেল লিভারপুল। শনিবার (২৪ অক্টোবর) রবার্টো ফিরমিনো ও দিয়োগো জোটা গোলে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে লিভারপুল।
জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা লিভারপুল লিগে শুরু থেকেই জয়ের নেশায় খেলতে থাকে। সেই লক্ষে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যাওয়া সুযোগ পেয়েছিল তারা। ডি-বক্সের ভেতর সাদিও মানের শট শেফিল্ডের এক ডিফেন্ডার ক্লিয়ার করলে গোল বঞ্চিত হয় লিভারপুল।
জয়ের নেশায় খেলতে থাকা লিভারপুল উল্টো ম্যাচের ১৩তম মিনিটে গোল খেয়ে বসে। ডি-বক্সের লাইনে শেফিল্ডের অলি ম্যাকবার্নিকে ফাউল করেন লিভারপুলের ফাবিনিয়ো। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই স্পট কিক থেকে গোল আদায় করে নেন স্যান্ডার বার্জ।
পেনাল্টি থেকে পিছিয়ে পড়া লিভারপুলকে পেয়ে বসে শেফিল্ড। ২৪তম মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করার সুযোগওও পায় তারা। তবে শেফিল্ডের বেন ওসবর্নের জোরালো ভলি ফিরিয়ে দেন গোলরক্ষক আলিসন। এরপর ৪১তম মিনিটে দলকে সমতা ফেরান ফিরমিনো।
সতীর্থের ক্রস থেকে পাওয়া বল জোরালো হেডে জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্টো ফিরমিনো। এরপর ৬৪তম মিনিটে জয় সূচক গোলটি করেন দিয়োগো জোটা। তবে এর আগে ৬১তম মিনিটে মোহামেদ সালাহও বল জালে পাঠিয়েছিলেন। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ২-১ গোলর জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]