এমবাপে-কিনের জোড়া গোলে পিএসজির গোল উৎসব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ পিএম, ২৫ অক্টোবর ২০২০
এমবাপে-কিনের জোড়া গোলে পিএসজির গোল উৎসব

ছবি : পিএসজি

লিগ ওয়ানের তলানিতে থাকা দিজনকে পেয়ে গোল উৎসবে মেতে উঠেছিল পিএসজি। জোড়া গোল করেছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে এবং মোইজে কিন। দলের গোলে ভৃমিকা থাকলেও গোল বঞ্চিত ছিলেন ব্রাজিলিয়ার তারকা ফুটবলার নেইমার।

শনিবার (২৪ অক্টোবর) রাতে দিজনের বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে লিগ ওয়ানে ছন্দ ধরে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ হতাশাও দূর করলো পিএসজি।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে ডাচ ডিফেন্ডারের মিচেল বাকারের ক্রস ছয় গজে বক্সে পেয়ে ঠিকানায় পাঠান মোইজ কিন। বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় গোলটিও কিনের পা থেকেই আসে।
sportsmail24
বাঁ দিক থেকে ডি-বক্সে ঢুকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের পাস থেকে বল পান কিন। ম্যাচের ২৩তম মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে ভুল করেননি কিন। প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে আদায় করে নেন নিজের জোড়া গোল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

বিরতিতে থেকে ফিরে কোন গোলের দেখা পাচ্ছিল না কোন দল। পয়েন্টে টেবিলের তলানিতে থাকা দিজনের খেলোয়াড়দের দেয়াল ভাঙতে পারছিল না পিএসজি। তবে ম্যাচের শেষ দিকে দিজনকে গুড়িয়ে দেন এমবাপে।

মাত্র সাত মিনিটে দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠান এমবাপে। ৮২ মিনিটে নেইমারের পাস ধরে ডি-বক্সে ঢুকে একজনের বাধা এড়িয়ে স্কোরলাইন ৩-০ করেন এমবাপে। ৬ মিনিট পর ম্যাচের ৮৮ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করাসহ এমবাপে নিজেও আদায় করে নেন জোড়া গোল।

এ জয়ে আসরের প্রথম দুই ম্যাচ হারের পর টানা ছয় ম্যাচ জিতলো পিএসজি। ১৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে পিএসজি। আর তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে রয়েছেছে লিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার পরাজয়

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার পরাজয়

বার্সার মুখোমুখি হওয়ার আগে এগিয়ে যেতে চায় জুভেন্টাস

বার্সার মুখোমুখি হওয়ার আগে এগিয়ে যেতে চায় জুভেন্টাস

বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউকে ধুয়ে দিলেন পিকে

বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউকে ধুয়ে দিলেন পিকে

চাইনিজ ফুটবলে দর্শক প্রবেশের অনুমোদন

চাইনিজ ফুটবলে দর্শক প্রবেশের অনুমোদন