দুই দলের ২৪৪ বার মুখোমুখি লড়াইয়ে সমান ৯৬টি করে ম্যাচ জিতেছিল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। তবে ২৪৫তম মুখোমুখি লড়াইয়ে সেই হিসেবে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
শনিবার (২৪ অক্টোরব) মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে লা লিগায় নবাগত কাদিজ এবং চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের সঙ্গে হেরে ছন্দহীন হয়ে পড়া জিনেদিন জিদানের শিষ্যরা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন। তার সাফল্যও পেতে বেশি দেরি হয়নি। ম্যাচের ৫ মিনিটেই করিম বেনজেমার পাসে বল পেয়ে দারুণ এক প্লেসিং শটে গোল করেন ফেডেরিকো ভালভার্দে।
তবে ১-০ গোলে এগিয়ে তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। তিন মিনিট পরেই ম্যাচের ৮ মিনিটে মাঝ মাঠ থেকে আসা বল জর্দি আলবা নিয়ন্ত্রণ নিয়ে রিয়ালের ডি বক্সে পাঠাতেই আনসু ফাতি দুর্দান্ত এ পাসে গোল আদায় করে নেন। মাত্র ৩ মিনিটে ২টি গোল দেখে ফুটবল বিশ্ব।
১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকলেও গোল আদায় করতে পারছিল না কোন দল। তবে ৬৩তম মিনিটে সার্জিও রামোসের স্পট কিকে ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয় গোল খেয়েও ম্যাচে ফেরার চেষ্টা করেন মেসিরা। তবে ম্যাচের শেষ দিকে ৯০তম মিনিটে বার্সার গোলরক্ষককে কাটিয়ে লুকা মদরিচের গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
এদিকে রিয়ালের কাছে হেরে যাওয়া ম্যাচে রেকর্ড গড়েন আনসু ফাতি। এল ক্লাসিকো অভিষেকে গোল করেন ১৭ বছর বয়সী এ স্প্যানিশ ফরোয়ার্ড। এছাড়া আনসু ফাতির এ গোলে এল ক্লাসিকোতে ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ করে বার্সা। যদিও ৪০০তম গোল করার রেকর্ড আগেই গড়েছে রিয়াল মাদ্রিদ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]