দীর্ঘ ৩০ বছরের কোচিং ক্যারিয়ারকে বিদায় বললেন ইতালিকে ফুটবল বিশ্বকাপ এনে দেওয়া কোচ মার্সেলো লিপ্পি। তবে ফুটবলের সাথে থাকার ইঙ্গিত দিয়ে রেখেলেন তিনি।
ইতালির সংবাদ মাধ্যমকে ৭২ বছর বয়সী লিপ্পি বলেন, ‘আমি নিঃসন্দেহে কোচিং ক্যারিয়ার শেষ করেছি। কোচ হিসেবে আর কিছু ভাবতে চাচ্ছি না। তবে ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় দেখা যেতে পারে আমাকে। দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে যায়।’
গত নভেম্বরে চীন জাতীয় দলের দায়িত্ব ছাড়েন লিপ্পি। এরপর ফুটবল থেকে দূরেই ছিলেন তিনি। ১৯৮২ সাল পর্যন্ত ঘরোয়া ফুটবলে খেলেছেন লিপ্পি। সাম্পদোরিয়া ছিল তার শেষ দল। জাতীয় দলের হয়ে খেলার সৌভাগ্য হয়নি তার।
ফুটবল ক্যারিয়ার শেষ করে বিভিন্ন মেয়াদে বিভিন্ন ক্লাবের কোচ ছিলেন লিপ্পি। এর মধ্যে আতালান্তা, নাপোলি, ইন্টার মিলান এবং জুভেন্টাসের মত ক্লাবও ছিল।
২০০৪ সালে জাতীয় দলের কোচ হন লিপ্পি। ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। ২০০৬ সালে তার অধীনে বিশ্বকাপ জিতে ইতালি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]