বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারির কারণে আর্থিক ক্ষতিতে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মাঝে ক্রীড়া সংগঠনগুলোও ব্যতিক্রম নয়। সেই ক্ষতি পুষিয়ে নিতে টানা পাঁচ বছর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের প্রাইজমানি কমানোর পরিকল্পনা করছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।
উয়েফার পক্ষ থেকে সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে ইতোমধ্যেই এ বিষয়ে অবহিত করা হয়েছে। বলা হচ্ছে, করোনার কারণে প্রায় ৫১৪ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়েছে তারা।
টেলিভিশন ও স্পন্সর স্বত্ব থেকে এ আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উয়েফা। করোনার কারণে গত মৌসুমের নক-আউট পর্ব দেরিতে শেষ হওয়ায় মূলত ক্ষতি পরিমাণ এতো বেশি হয়েছে।
করোনা মহামারীর কারণে এ দুটি প্রতিযোগিতা মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়। আগস্টে ইউরোপের শীর্ষ লিগগুলো শেষ হওয়ার পর প্রতিযোগিতাটি আবারও মাঠে গড়ায়।
খেলা মাঠে গড়ালেও করোনার কারণে নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশূন্য স্টেডিয়ামে নক-আউট পর্ব আয়োজনে বাধ্য হয় উয়েফা। হোম-অ্যাওয়ে ফরম্যাটের পরিবর্তে সিঙ্গেল লেগে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]