চ্যাম্পিয়ন্স লিগেও হারে শুরু রিয়ালের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ পিএম, ২২ অক্টোবর ২০২০
চ্যাম্পিয়ন্স লিগেও হারে শুরু রিয়ালের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে জিনেদিন জিদানের দল মৌসুমের শুরুতেই শাখতার দোনেৎস্কের কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের এটি টানা দ্বিতীয় হার। এর আগে লা লিগার ম্যাচে কাদিজের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে তারা। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও একই পথে হাটলো।

চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকেই ছন্দহীন ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের ২৯ মিনিটে মাতেউস তেতে গোল করে দলকে এগিয়ে নেন। পরের গোলটি আসে ৩৩ মিনিটে, সেটি আবার আত্মঘাতী থেকে।
sportsmail24
বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে ম্যাচে ৪২তম মিনিটে শাখতারের মানোর সলোমান রিয়ালের রক্ষণভাগকে টেক্কা দিয়ে বল জালে জড়ান। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে শাখতার দোনেৎস্ক বিরতিতে যায়।

বিরতি ধেকে ফিরে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। ৫৪ মিনিটে মদ্রিচ আর ৫৯ মিনিটে ভিনিসিয়াসের গোলে ব্যবধান কমায়। তবে নির্ধারিত সময় আর কোন গোল না করায় ইউক্রেনের ক্লাবটির বিপক্ষে হার এড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালের কোচ হিসেবে লা লিগায় জিদানের ম্যাচ জয়ের সেঞ্চুরি

রিয়ালের কোচ হিসেবে লা লিগায় জিদানের ম্যাচ জয়ের সেঞ্চুরি

জিদানের ভবিষ্যৎ নিয়ে সুরাহা

জিদানের ভবিষ্যৎ নিয়ে সুরাহা

চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবেন মেসি-রোনালদো

চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবেন মেসি-রোনালদো

লেভানডোভস্কি, সুখী স্ট্রাইকার ভাবতেই পারেন

লেভানডোভস্কি, সুখী স্ট্রাইকার ভাবতেই পারেন