করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই জুভেন্টাসকে মাঠে নামতে হয়েছিল। ম্যাচে রোনালদোর অভাব অনুভব হলেও আলভারো মোরাতার জোড়া গোলে সেটি পূরণ হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে শুভ সূচনা করেছে ইতালিয়ান এ ক্লাবটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে ক্লাবের হয়ে জোড়া গোল করেন আলভারো মোরাতা। ফলে লিগের প্রথম ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আন্দ্রেয়া পিরলোর দল।
নিজেদের প্রথম ম্যাচে রোনালদো ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া খেলতে নামা জুভেন্টাসকে প্রথমার্ধে বেশ ভুগতে হয়েছে। গোল শূন্য অবস্থায় প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তুরিনের দল।
বিরতির পর শুরুতেই গোলের দেখা পায় জুভেন্টাস। ম্যাচের ৪৬তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। এরপর ম্যাচের শেষ দিকে ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলের জয় নিশ্চিত করে মোরাতা।
এ জয়ে কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকটা দারুণ হলো সাবেক তারকা ফুটবলার পিরলোর।
অন্যদিকে একই রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফলে জুভেন্টাস জিতলেও গোল ব্যবধানে ‘জি’ গ্রুপে শীর্ষস্থানে রয়েছে মেসিদের বার্সেলোনা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]