মেসি-ফাতির আলো ছড়ানোর দিনে বার্সার বড় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ পিএম, ২১ অক্টোবর ২০২০
মেসি-ফাতির আলো ছড়ানোর দিনে বার্সার বড় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের এ বড় জয়ে লিওনেল মেসি, আনসু ফাতি, ফিলিপে কুতিনহো, পেদ্রি ও উসমান দেম্বেলে একটি করে গোল করেছেন। এছাড়া ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন বার্সার জেরার্ড পিকে।

ন্যু-ক্যাম্পে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগে ফেরেন্সভারোস বিপক্ষে অধিনায়ক মেসির গোলটি এসেছে পেনাল্টি শট থেকে। তবে তিনি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। সেই সঙ্গে ম্যাচে আলো ছড়িয়েছেন আনসু ফাতি-ফিলিপ কুতিনহোরাও।

এ জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের যাত্রা শুরু করলেন বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান। গত আসরে কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল তারা। এবার হতাশা কাটিয়ে দারুণ ছন্দে লিগ শুরু করলো মেসিরা।
sportsmail24
ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়া মেসিকে ডিফেন্ডার আদনান কোভাসেভিচ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে বার্সাকে এগিয়ে নেন অধিনায়ক মেসি। এ প্রতিযোগিতায় মেসির এটি ১১৬তম গোল।

এরপর ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাতি। ডি-বক্সের মুখে সতীর্থের ফিরতি ক্রস পেয়ে প্রথম ছোঁয়ায় বল পোস্টে লেগে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। বিরতির পর গোলের স্কোরলাইন ৩-০ করেন কুতিনহো।
sportsmail24
তবে ম্যাচের ৭০ মিনিটে ডি-বক্সে এনগুয়েনকে ফাউল করে বসেন বার্সার জেরার্ড পিকে। ফলে পেনাল্টি পেয়ে ব্যবধান কমায় অতিথিরা। সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়নে পিকে।

গোলের ব্যবধান ৩-১ হওয়ার পর ৮২ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোল করেন পেদ্রি। শেষ দিকে ৮৯তম মিনিটে শেষ গোলটি করেন দেম্বেলে। ফলে নির্ধারিত সময়ে শেষে ৫-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল বেতিসকে হারিয়ে শীর্ষে সোসিয়েদাদ

রিয়াল বেতিসকে হারিয়ে শীর্ষে সোসিয়েদাদ

স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম পেলেন সুমাইয়া

স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম পেলেন সুমাইয়া

গেটাফের কাছে ধরা খেল বার্সেলোনা

গেটাফের কাছে ধরা খেল বার্সেলোনা

জুভেন্টাসের ক্ষতি ৮৯.৭ মিলিয়ন ইউরো

জুভেন্টাসের ক্ষতি ৮৯.৭ মিলিয়ন ইউরো