গেটাফের কাছে ধরা খেল বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ পিএম, ১৮ অক্টোবর ২০২০
গেটাফের কাছে ধরা খেল বার্সেলোনা

ছবি : বার্সেলোনা

লা লিগায় পয়েন্ট হারালো বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে ড্র করা দল থেকে বেশ পরিবর্তন এনেছিলেন কোচ। গেটাফের বিপক্ষে তাতেও রক্ষা হয়নি। গেটাফের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে বার্সেলোনা।

২০১১ সালের পর বার্সেলোনার বিপক্ষে এই প্রথম জিতলো গেটাফে। একই সাথে নতুন কোচ কুমানের অধীনে এবং মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বার্সেলোনা।

শনিবার (১৭ অক্টোবর) রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের ১৮তম মিনিটে গোলবারে শট নিলেও হতাশ করেন নেমানিয়া মাক্সিমোভিচ। দুই মিনিট পর ২০তম মিনিটে লিওনেল মেসির বুলেট গতির শট পোস্টে লেগে ফেরত আসে।
sportsmail24
গোলশূন্য অবস্থায় বিরতিতে থেকে ফিরে ৫৬তম মিনিটে এগিয়ে যায় গেটাফে। ডিজেনে ডাকোনামকে ফ্রেঙ্কি ডি ইয়ং ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। সেখান থেকে হাইমে মাতার সফল স্পট কিকে জয় সূচক একমাত্র গোলটি পায় গেটাফে।

নির্ধারিত সময়ে দুই দলই আরও বেশ কয়েকটি আক্রমন করলেও কেউ গোলের দেখা পায়নি। এর মাঝে ৮৩তম মিনিটে গোলের ব্যবধান বাড়ানো সুযোগ পেয়েছিল গেটাফে। হুয়ান এর্নান্দেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে।

৮৫তম মিনিটে আত্মঘাতী গোলের শঙ্কা জেগেছিল গেটাফের। দেস্তের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দিচ্ছিলেন ডিজেনে। ভাগ্য সহায় হওয়ায় ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে মৌসুমের প্রথম হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত জয় পেল বার্সেলোনা

দুর্দান্ত জয় পেল বার্সেলোনা

করোনায় বার্সেলোনার আর্থিক ক্ষতির পরিমাণ কত?

করোনায় বার্সেলোনার আর্থিক ক্ষতির পরিমাণ কত?

লা লিগায় পয়েন্ট হারালো বার্সেলোনা

লা লিগায় পয়েন্ট হারালো বার্সেলোনা

সবকিছু বার্সার ভালোর জন্যই করেছি : মেসি

সবকিছু বার্সার ভালোর জন্যই করেছি : মেসি