নেশনস লিগে নেদারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে টানা ১৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে ইতালি। তবে এ ড্রয়ে পয়েন্ট হারিয়ে লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষস্থানটি হারিয়েছে আজ্জুরিরা।
বুধবার (১৪ অক্টোবর) বারগামোর ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১৬ মিনিটে লোরেঞ্জো পেলেগ্রিনির গোলে এগিয়ে যায় স্বাগতিক ইতালি। তবে ৯ মিনিট পরেই ডনি ফন ডি বিক ডাচদের পক্ষে সমতা ফেরালে ইতালির জয়ের আশা শেষ হয়ে যায়। এর মাধ্যমে তিন ম্যাচ পর গোল করার আনন্দ উদযাপন করেছে ডাচরা।
নেশনস লিগের গ্রুপ পর্বে চার ম্যাচে এ নিয়ে ইতালি সংগ্রহে ৬ পয়েন্ট। এদিকে পোল্যান্ড দিনের আরেক ম্যাচে বসনিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ওঠে গেছে। পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ড।
যদিও শীর্ষস্থান হারানোর বিষয়ে মোটেও চিন্তিত নন ইতালি কোচ রবার্তো মানচিনি। অত্যন্ত আত্মবিশ্বাসের সাথেই তিনি বলেছেন, ‘শেষ দুটি ম্যাচে আমরাই জিতবো এবং পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবো।’
বারগামোর একই মাঠে ইতালি তাদের সর্বশেষ ম্যাচ খেলেছিল ২০০৬ সালে। এ বছর ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া শহরের মধ্যে এটি একটি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]