সালাহকে নিয়ে বর্ণবাদী মন্তব্য, তিন বছরের জন্য নিষিদ্ধ ফুটবল সমর্থক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১১ এএম, ১৬ অক্টোবর ২০২০
সালাহকে নিয়ে বর্ণবাদী মন্তব্য, তিন বছরের জন্য নিষিদ্ধ ফুটবল সমর্থক

ফাইল ফটো

লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করায় ওয়েস্ট হ্যামের সমর্থক ব্র্যাডলি থামউডকে তিন বছরের জন্য সবধরনের ফুটবল ম্যাচ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) টেমস ম্যাজিস্ট্রেট কোর্ট ৪৮ বছর বয়সী থামউডকে এ শাস্তি দেন। এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি লন্ডন স্টেডিয়ামে খেলার সময় সালাহকে উদ্দেশ্যে করে বার বার বর্ণবাদ বৈষম্যমূলক মন্তব্য করেন থামউড। ওই ম্যাচে ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে পরাজিত করেছিল লিভারপুল।

এক বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘ফুটবল থেকে তিন বছরের জন্য থামউডকে নিষিদ্ধ করা হয়েছে এবং ৪০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।’

এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটলে সে ব্যপারে ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করবে ওয়েস্ট হ্যাম। সাথে সাথে তারা এটাও বলেছে যে, থামউড যাতে তার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে সে জন্য তারা চেষ্টা করবে। এ জন্য তারা ক্লাবের ফ্যান গ্রুপ বিএএমই হ্যামার্সের সাথে কাজ করবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা আক্রান্ত জুভেন্টাসের মিডফিল্ডার, কোয়ারেন্টিনে পুরো দল

করোনা আক্রান্ত জুভেন্টাসের মিডফিল্ডার, কোয়ারেন্টিনে পুরো দল

রোনালদোর করোনা পজিটিভে দুশ্চিন্তায় জুভেন্টাস

রোনালদোর করোনা পজিটিভে দুশ্চিন্তায় জুভেন্টাস

বার্সেলোনার টার্গেটে পল পগবা

বার্সেলোনার টার্গেটে পল পগবা

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৪ অক্টোবর

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৪ অক্টোবর